গুজব-অপতথ্য প্রতিহত করার ক্ষেত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: তথ্য সচিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » গুজব-অপতথ্য প্রতিহত করার ক্ষেত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: তথ্য সচিব
মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫



গুজব-অপতথ্য প্রতিহত করার ক্ষেত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: তথ্য সচিব

তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বলেছেন, জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া এবং গুজব-অপতথ্য প্রতিহত করার ক্ষেত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

আজ মঙ্গলবার রাজধানীতে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থানে আহত সাংবাদিকদের জন্য ‘ডিজিটাল সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্য সচিব বলেন, ‘জুলাই অভ্যুত্থানে সাংবাদিকরা নির্ভীক ভূমিকা রেখেছেন। অনেকেই আহত হয়েছেন, অঙ্গহানি ও দৃষ্টিশক্তি হারিয়েছেন, ১ হাজার ৬০০ জনের বেশি মানুষ প্রাণ দিয়েছেন। আমরা সেই রক্তের উপর দাঁড়িয়ে আছি। এই রক্ত ঋণ শোধ করার সময় এসেছে। আমাদের কোন দল নেই, মত নেই আমাদের ২৪ আছে। দল মতের ঊর্ধ্বে থেকে ২৪ জুলাইয়ের শিক্ষা হলো সত্যকে তুলে ধরা ও মাথা নত না করা।’

তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘দেশকে সুন্দর করার শপথ আপনাদের নিতে হবে। জনগণের সামনে সত্য বিষয়টি তুলে ধরতে হবে। অপতথ্য, গুজব বা অপশক্তির বিরুদ্ধে ক্ষুরধার কলম দিয়ে লড়াই করবেন। মানুষের মনে ২৪’র গণ-অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখার দায়িত্ব আপনাদের।’

প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকদের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সাংবাদিকতায় এখন শুধু লেখনী নয়, ভিজ্যুয়াল ও ডিজিটাল মাধ্যমও গুরুত্বপূর্ণ। মোবাইল দিয়ে ছবি তোলা, ভিডিও ধারণ, সম্পাদনা ও ডিজিটাল সাংবাদিকতার আধুনিক পদ্ধতি শেখা জরুরি।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে শুধু লেখায় নয়, ছবি ও ভিডিও মানুষকে সবচেয়ে বেশি আলোড়িত করেছে, এসব দেখে মানুষ কষ্ট ও দুঃখ পেয়েছে।

সভাপতির বক্তব্যে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, সাংবাদিকরা শুধু তথ্য পরিবেশনের কারিগর নন, তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়েরও অন্যতম অগ্রসেনানী।

তিনি বলেন, সাংবাদিকরা যদি সাহসের সঙ্গে সত্য না বলেন তবে সমাজ নীরব হয়ে যাবে। তাই ছোট শহর বা জেলা পর্যায়ের সাংবাদিকরাও সমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। জুলাই আন্দোলনে সারাদেশের সাংবাদিকদের অংশগ্রহণই তার প্রমাণ।

নির্বাচনকালীন ভুয়া খবর ও গুজব প্রতিরোধে সাংবাদিকদের সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামীতে ইলেকশন রিপোর্টিং নিয়েও বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

গণ-অভ্যুত্থানে পেশাগত দায়িত্ব পালনকালে শারীরিক ও মানসিকভাবে আহত হওয়া মোট ২৮ জন সাংবাদিক এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ২২:৪৫:২১   ১১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আমরা মওদুদী ইসলাম নয়, মদিনার ইসলামের অনুসারী : সালাহউদ্দিন
বিএনপি ও জামায়াতের মধ্যে বোঝাপড়া হচ্ছে বলে শুনতে পাচ্ছি: পাটওয়ারী
নারায়ণগঞ্জের ত্বকী হত্যা মামলার চার্জশিট দ্রুতই দেওয়া হবে: র‌্যাব
সাম্প্রদায়িক সম্প্রীতির স্বর্গভূমি বাংলাদেশ : ধর্ম উপদেষ্টা
জেলেদের জীবন-জীবিকা নিশ্চিত করা অত্যন্ত জরুরি : মৎস্য উপদেষ্টা
রাজধানীতে ঝুম বৃষ্টি, নেমে এলো অন্ধকার
এসএমই খাতকে জাতীয় অর্থনীতির চালিকাশক্তিতে রূপান্তরের উদ্যোগ
পঞ্চগড়ে ‘নজরুল পাঠাগার ভাষা ও বিতর্ক ক্লাব’ উদ্বোধন
খাগড়াছড়িতে জাতীয় সমবায় দিবস পালিত
পৃথক গণভোট আয়োজনে অতিরিক্ত এক হাজার কোটি টাকা ব্যয় হবে: ফখরুল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ