গুজব-অপতথ্য প্রতিহত করার ক্ষেত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: তথ্য সচিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » গুজব-অপতথ্য প্রতিহত করার ক্ষেত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: তথ্য সচিব
মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫



গুজব-অপতথ্য প্রতিহত করার ক্ষেত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: তথ্য সচিব

তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বলেছেন, জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া এবং গুজব-অপতথ্য প্রতিহত করার ক্ষেত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

আজ মঙ্গলবার রাজধানীতে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থানে আহত সাংবাদিকদের জন্য ‘ডিজিটাল সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্য সচিব বলেন, ‘জুলাই অভ্যুত্থানে সাংবাদিকরা নির্ভীক ভূমিকা রেখেছেন। অনেকেই আহত হয়েছেন, অঙ্গহানি ও দৃষ্টিশক্তি হারিয়েছেন, ১ হাজার ৬০০ জনের বেশি মানুষ প্রাণ দিয়েছেন। আমরা সেই রক্তের উপর দাঁড়িয়ে আছি। এই রক্ত ঋণ শোধ করার সময় এসেছে। আমাদের কোন দল নেই, মত নেই আমাদের ২৪ আছে। দল মতের ঊর্ধ্বে থেকে ২৪ জুলাইয়ের শিক্ষা হলো সত্যকে তুলে ধরা ও মাথা নত না করা।’

তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘দেশকে সুন্দর করার শপথ আপনাদের নিতে হবে। জনগণের সামনে সত্য বিষয়টি তুলে ধরতে হবে। অপতথ্য, গুজব বা অপশক্তির বিরুদ্ধে ক্ষুরধার কলম দিয়ে লড়াই করবেন। মানুষের মনে ২৪’র গণ-অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখার দায়িত্ব আপনাদের।’

প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকদের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সাংবাদিকতায় এখন শুধু লেখনী নয়, ভিজ্যুয়াল ও ডিজিটাল মাধ্যমও গুরুত্বপূর্ণ। মোবাইল দিয়ে ছবি তোলা, ভিডিও ধারণ, সম্পাদনা ও ডিজিটাল সাংবাদিকতার আধুনিক পদ্ধতি শেখা জরুরি।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে শুধু লেখায় নয়, ছবি ও ভিডিও মানুষকে সবচেয়ে বেশি আলোড়িত করেছে, এসব দেখে মানুষ কষ্ট ও দুঃখ পেয়েছে।

সভাপতির বক্তব্যে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, সাংবাদিকরা শুধু তথ্য পরিবেশনের কারিগর নন, তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়েরও অন্যতম অগ্রসেনানী।

তিনি বলেন, সাংবাদিকরা যদি সাহসের সঙ্গে সত্য না বলেন তবে সমাজ নীরব হয়ে যাবে। তাই ছোট শহর বা জেলা পর্যায়ের সাংবাদিকরাও সমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। জুলাই আন্দোলনে সারাদেশের সাংবাদিকদের অংশগ্রহণই তার প্রমাণ।

নির্বাচনকালীন ভুয়া খবর ও গুজব প্রতিরোধে সাংবাদিকদের সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামীতে ইলেকশন রিপোর্টিং নিয়েও বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

গণ-অভ্যুত্থানে পেশাগত দায়িত্ব পালনকালে শারীরিক ও মানসিকভাবে আহত হওয়া মোট ২৮ জন সাংবাদিক এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ২২:৪৫:২১   ৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পাটপণ্যের নান্দনিকতা ও ব্যবহার উপযোগিতাকে প্রাধান্য দেওয়ার আহবান বাণিজ্য উপদেষ্টার
একীভূত হওয়া ব্যাংকগুলোতে আমানতকারীদের অর্থ সম্পূর্ণ সুরক্ষিত থাকবে : অর্থ উপদেষ্টা
খাদ্য উৎপাদনের সাথে জড়িত কৃষক ও জেলেদের মর্যাদা বৃদ্ধি করতে হবে : পরিবেশ উপদেষ্টা
সংস্কৃতি উপদেষ্টার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
নারায়ণগঞ্জে মহিলা দলের র‍্যালিতে ঐক্যের ডাক
ডা. শফিকুর রহমানের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
মাসুদুজ্জামানের পক্ষে বন্দরে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ
নারায়ণগঞ্জকে মেট্রোরেল প্রকল্পে অন্তর্ভুক্তির দাবি
টাঙ্গাইলে ১২৩৬ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি চলছে
নারীর অবদান সমূহ দৃশ্যমানে হতে হবে : সমাজকল্যাণ উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ