মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

টাঙ্গাইলে ১২৩৬ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি চলছে

প্রথম পাতা » ছবি গ্যালারী » টাঙ্গাইলে ১২৩৬ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি চলছে
মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫



টাঙ্গাইলে ১২৩৬ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি চলছে

টাঙ্গাইলের ১২টি উপজেলার ১২৩৬টি মণ্ডপে আসন্ন দুর্গাপূজার আয়োজন চলছে। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রস্তুতিসভায় এ তথ্য জানানো হয়েছে।

জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার মিজানুর রহমান, স্থানীয় সরকার উপপরিচালক ও টাঙ্গাইল পৌরসভার প্রশাসক শিহাব রায়হান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত, জেলা পরিষদের প্রধান নির্বাহী শামছুন নাহার স্বপ্না, টাঙ্গাইল পৌরসভার সিইও আনিসুর রহমান, সেনাবাহিনীর ২৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ-অধিনায়ক মেজর ফয়সাল আমিন, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্যামল হোড়, টাঙ্গাইল জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অমল ব্যানার্জি, শ্রীশ্রী বড় কালীবাড়ি কমিটির ভারপ্রাপ্ত সভাপতি স্বপন ঘোষ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জীবন কৃষ্ণ চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি চিত্তরঞ্জন সরকার, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুন ঝন্টুসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অমল ব্যানার্জী বলেন, এবার জেলার ১২টি উপজেলার ১২৩৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
তবে এ সংখ্যা বাড়তে পারে।

বাংলাদেশ সময়: ২৩:১৬:৪৭   ৬৪ বার পঠিত