নারায়ণগঞ্জকে মেট্রোরেল প্রকল্পে অন্তর্ভুক্তির দাবি

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জকে মেট্রোরেল প্রকল্পে অন্তর্ভুক্তির দাবি
মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫



নারায়ণগঞ্জকে মেট্রোরেল প্রকল্পে অন্তর্ভুক্তির দাবি

নারায়ণগঞ্জকে মেট্রোরেল প্রকল্প এমআরটি-২ এর আওতায় অন্তর্ভুক্ত করে দ্রুত বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে গণসংহতি আন্দোলন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় সংগঠনটির নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী তরিকুল সুজনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার হাতে এই স্মারকলিপি তুলে দেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ ঢাকার পার্শ্ববর্তী এবং অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা। তাই ‘বৃহত্তর ঢাকার সমন্বিত, পরিকল্পিত ও টেকসই পরিবহন ব্যবস্থা’ গড়ে তোলার অংশ হিসেবে নারায়ণগঞ্জকে মেট্রোরেল প্রকল্পে যুক্ত করা জরুরি।

স্মারকলিপি প্রদানকালে তরিকুল সুজন বলেন, “মেট্রোরেল প্রকল্পের প্রস্তাবক ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (DTCA) এবং বাস্তবায়নকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (DMTCL)। গত ৩ সেপ্টেম্বর আমরা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডকে স্মারকলিপি দিয়েছি। অচিরেই DTCA-কেও স্মারকলিপি প্রদান করা হবে।”

তিনি আরও জানান, জেলা প্রশাসকের মাধ্যমে মেট্রোরেল প্রকল্প সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং নারায়ণগঞ্জের বিভিন্ন অংশীজনদের নিয়ে একটি উন্মুক্ত ও অংশগ্রহণমূলক সভা আহ্বানের দাবি জানানো হয়েছে। জেলা প্রশাসক তাদের আশ্বস্ত করেছেন যে, এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে এবং তিনি স্মারকলিপি প্রদানের সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রতিনিধি দলের সামনে কথা বলেছেন।

তরিকুল সুজন বলেন, “নারায়ণগঞ্জের মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চনা, অবহেলা ও ষড়যন্ত্রের শিকার। আমরা এই অবস্থার পরিবর্তন চাই। মেট্রোরেল শুধু যানজট নিরসন নয়, এটি নারায়ণগঞ্জকে একটি পরিকল্পিত, আধুনিক ও টেকসই শহর হিসেবে গড়ে তুলতে অপরিহার্য।”
তিনি আরও বলেন, “যেকোনো মূল্যে নারায়ণগঞ্জের জনগণকে মেট্রোরেলের সুবিধার আওতায় আনতে হবে।”

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন জেলা যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন আলম, নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, মহানগর সমন্বয়কারী বিপ্লব খান, এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ছাত্রনেতা ফারহানা মানিক মুনা।

বাংলাদেশ সময়: ২৩:১৯:৪৮   ১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পাটপণ্যের নান্দনিকতা ও ব্যবহার উপযোগিতাকে প্রাধান্য দেওয়ার আহবান বাণিজ্য উপদেষ্টার
একীভূত হওয়া ব্যাংকগুলোতে আমানতকারীদের অর্থ সম্পূর্ণ সুরক্ষিত থাকবে : অর্থ উপদেষ্টা
খাদ্য উৎপাদনের সাথে জড়িত কৃষক ও জেলেদের মর্যাদা বৃদ্ধি করতে হবে : পরিবেশ উপদেষ্টা
সংস্কৃতি উপদেষ্টার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
নারায়ণগঞ্জে মহিলা দলের র‍্যালিতে ঐক্যের ডাক
ডা. শফিকুর রহমানের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
মাসুদুজ্জামানের পক্ষে বন্দরে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ
নারায়ণগঞ্জকে মেট্রোরেল প্রকল্পে অন্তর্ভুক্তির দাবি
টাঙ্গাইলে ১২৩৬ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি চলছে
নারীর অবদান সমূহ দৃশ্যমানে হতে হবে : সমাজকল্যাণ উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ