শারদীয় দুর্গোৎসবে ‘মেলা’র আয়োজন থেকে দূরে থাকার অনুরোধ জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন। তিনি বলেছেন, ‘ শারদীয় দুর্গাপূজায় মেলা করার চাহিদা থাকে। আমরা যদি মেলার আয়োজন থেকে দূরে থাকতে পারি তাহালে মূল আয়োজন অনেক বেশি উৎসবমুখর ও শৃঙ্খল হয়।’
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় তিনি একথা বলেন।
সকল মন্দিরে সিসি টিভি ক্যামেরা লাগানোর তাগিদ দিয়ে তিনি বলেন, ‘ক্যামেরা লাগাবেন এবং ফুটেজ সংরক্ষণ করার চেষ্টা করবেন। আমরা যারা অপরাধ নিয়ে কাজ করি তারা কিছু কাজ করি অপরাধ প্রতিরোধ করার জন্য এবং কিছু কাজ করি অপরাধ সংঘটিত হওয়ার পর চিহ্নিত করার জন্য। সিসি ক্যামেরার ফুটেজ তারই অংশ। অপরাধ হোক আমরা চাই না কিন্তু অপরাধ হয়েগেছে যাতে সহজে শনাক্ত করে ব্যবস্থা গ্রহণ করতে পারি।
তিনি আরও বলেন ‘আমি যোগদানের সাথে সাথেই উৎসবে সামিল হতে পারবো বলে নিজেকে ভাগ্যবান মনে করছি। পূজার নিরাপত্তা, শৃঙ্খলা ও উৎসবমুখর হয় এবং আয়োজনকে সফল করতে পারলে ধন্য মনে করবো। দশমীর দিন কোন থানায়, কোথায় কোথায় বিসর্জন হবে আমাকে সকল তথ্য দিবেন।’
গুজবের বিষয়ে এসপি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক অসত্য তথ্য প্রচারিত হয়। তাই আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিং এবং সাইবার পেট্রোলিং অব্যাহত থাকবে। যারা এসব ভুল তথ্য প্রচার করবেন আমাদের আইনশৃঙ্খলা সদস্যরা ব্যবস্থা গ্রহণ করবে। তাই সতর্ক হোন।’
জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে পূজা উদযাপনের প্রস্তুতিমূলক সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব নূরে কুতুবুল আলম, সেনাবাহিনীর মেজর আয়াজ উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামী মহানগরের আমীর মাওলানা আবদুল জব্বার, ইসলামী আন্দোলন মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সমন্বয়কারী আব্দুল্লাহ আল-আমিন, দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলী, জেলা সংগঠক আহমেদুর রহমান তনু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, পূঁজা উদযাপন ফ্রন্ট জেলার আহ্বায়ক বিপ্লব কুমার সাহা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব জাবেদ আলম প্রমুখ।
বাংলাদেশ সময়: ২৩:০৭:৩১ ৫৯ বার পঠিত