
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, এখানে একজন বললো যে, ১৪৩ বছরের তাদের পূজামণ্ডপ। এই ধরনের ইতিহাস সবার আছে কিনা আমার ধারণা নেই। আমার মনে হয় নারায়ণগঞ্জ জেলার এই যে, সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য যেন আরও প্রস্ফুটিত হয় সে লক্ষ্যে আমাদের সবাইকে কাজ করতে হবে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় সভাপতি বক্তব্যে তিনি একথা বলেন।
জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘আজকে সকলে যেভাবে একজন অপরজনের প্রতি শ্রদ্ধা রেখে বক্তব্য রেখেছেন এটি আমাদের দেশের সম্প্রদায়িক সম্প্রীতির চিত্র। আমার কাছে মনে হয়েছে যে এটি কোন একক গোষ্ঠীর নয় এটি সকলের হয়ে গিয়েছে। আমরা এটি উপলব্ধি করতে পেরেছি।’
তিনি বলেন, এই উৎসব আজকে নতুন নয় শত বছরের পুরোনো উৎসব আমরা পালন করি এবং আগামীতেও হবে। এখন আমরা এই উৎসবটিকে বিশ্বের কাছে কিভাবে তুলে ধরতে পেরেছি। কি যোগ্যতা ও কতোটুকু সৌন্দর্য ফুটিয়ে তুলতে পেরেছি এটা আমাদের স্বার্থকতা। আমরা আমাদের স্বার্থকতা ফুটিয়ে তুলতে চাই।
তিনি আরও বলেন, এই উৎসব উৎযাপনের শুরু থেকে সফলতার সাথে শেষ করা এবং সকলের অংশগ্রহণেই হবে উৎসবের স্বার্থকতা। এই উৎসবটি আমাদের সকলের, তাই দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আমাদের পক্ষ থেকে যে সহযোগিতা চাওয়া হয়েছে আমরা সেটি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো।
জেলা প্রশাসক বলেন, ‘গান বাজনার আনন্দের সময় দেখা যায় অনিচ্ছাকৃতভাবে একজনের গায়ের সাথে ওপর একজনের লেগে যায়, এই সামান্য ঘটনাকে কেন্দ্র করে দেখা যায় অনেক বড় ইস্যু তৈরি হয়। এমন যেন না হয়। মনে রাখতে হবে মণ্ডপে যতোদিন পূজা চলবে আপনাদের নজর দারি রাখতে হবে এবং সিসি ক্যামেরা রাখতে হবে। কোন ছোট ঘটনা যেন পাশ কাটিয়ে যেতে না পারে।’
জেলা প্রশাসনের আয়োজনে পূজা উদযাপনের প্রস্তুতিমূলক সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব নূরে কুতুবুল আলম, সেনাবাহিনীর মেজর আয়াজ উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামী মহানগরের আমীর মাওলানা আবদুল জব্বার, ইসলামী আন্দোলন মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সমন্বয়কারী আব্দুল্লাহ আল-আমিন, দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলী, জেলা সংগঠক আহমেদুর রহমান তনু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, পূঁজা উদযাপন ফ্রন্ট জেলার আহ্বায়ক বিপ্লব কুমার সাহা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব জাবেদ আলম প্রমুখ।
বাংলাদেশ সময়: ২৩:২০:৪০ ৪০ বার পঠিত