তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্যকে জনগণের হীনমন্যতার বাইরে আনতে হবে- সমাজকল্যাণ উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্যকে জনগণের হীনমন্যতার বাইরে আনতে হবে- সমাজকল্যাণ উপদেষ্টা
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫



তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্যকে জনগণের হীনমন্যতার বাইরে আনতে হবে- সমাজকল্যাণ উপদেষ্টা

সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্যকে জনগণের হীনমন্যতার বাইরে আনতে হবে। তিনি বলেন, তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্যকে নিরাপদ রাখতে পরিবার, স্কুল, কমিউনিটি সব জায়গায় এ বিষয়ে আলাপ শুরু করা জরুরি।

আজ রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরে ‘Youth Mental Health & Suicide Prevention’ বিষয়ে গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা একথা বলেন।

উপদেষ্টা বলেন, আমরা মানসিক স্বাস্থ্যকে যতক্ষণ না সামাজিক ট্যাবুর বাইরে এনে স্বাভাবিক চিকিৎসার অংশ করবো, ততক্ষণ তরুণদের জীবন নিরাপদ হবে না। তিনি বলেন, সাইবার বুলিং, সোশ্যাল হ্যারেজমেন্ট, ফেক নিউজ, যুব মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যা প্রতিরোধ বিষয়ে সকলকে সচেতন হতে হবে।

সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাইদুর রহমান স্বাগত বক্তব্য দেন। এরপর নিরাপদ এলায়েন্সের বোর্ড মেম্বার ড. নাজিয়া ওনি মানসিক স্বাস্থ্য জরিপভিত্তিক একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. মোঃ মহিউদ্দিন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আবু ইউছুফ, যুগ্মসচিব নাজমুল হাসান, বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূত, নিরাপদ এলায়েন্সের পরিচালক মাসুদ মোহাম্মদ এবং এনজিও’র প্রতিনিধিগণ বক্তব্য রাখেন। তারা সরকারের মানসিক স্বাস্থ্য নীতিমালা ও আসন্ন পদক্ষেপ তুলে ধরে বলেন, নিরাপদ অ্যালায়েন্সের সাথে কোলাবোরেশন করে ৬৪ জেলায় কাউন্সেলিং সেন্টার স্থাপন জরুরি।

বৈঠকে বিভিন্ন বিদেশি দূতাবাসের প্রতিনিধির মধ্যে কসোভোর উপমিশন প্রধান এনিস জেমাইলি, সৌদি আরবের ইয়াসির শেশাহ, মালয়েশিয়ার হাওজান হাসনোল এবং সুইডেন দূতাবাসের ড. জহিরুল ইসলাম তরুণদের মানসিক স্বাস্থ্য রক্ষায় তাদের আন্তর্জাতিক অভিজ্ঞতা তুলে ধরেন।

আলোচনায় আরো বক্তব্য রাখেন প্ল্যান ইন্টারন্যাশনালের কবিতা বোস, ইউএন উইমেনের হুমায়রা, ইউএনডিপির ফয়সাল বিন মজিদ, ইউনিসেফের ড. এলিসা ক্যাল্পনা, এমজেএফ-এর তানজিন কিবরিয়া লাবণ্য, অ্যাকশনএইডের জোহরা বিনতে জামান বনী, ডব্লিউএইচও-এর মানসিক স্বাস্থ্য কর্মকর্তা ড. এহসানুল কবির, সেভ দ্য চিলড্রেনের রুনা খন্দকার, ইউএনওপিএস-এর ওবায়দুল হক এবং নিরাপদ অ্যালায়েন্সের ভাইস চেয়ারম্যান ফাতিন সাদাব যুব মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যা প্রতিরোধ বিষয়ের ওপর আলোচনা করেন।

এই গোলটেবিল বৈঠক অংশগ্রহণকারীদের মনে নতুন আশার আলো জাগিয়েছে—মানসিক স্বাস্থ্য আর অবহেলিত নয়, বরং জাতীয় উন্নয়নের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবে।

বাংলাদেশ সময়: ২৩:২৯:৫১   ১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ৫ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
বন্দরে মাসুদুজ্জামানের পক্ষে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ
তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্যকে জনগণের হীনমন্যতার বাইরে আনতে হবে- সমাজকল্যাণ উপদেষ্টা
নারায়ণগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বজায় রাখার আহ্বান ডিসির
আইএফটি প্রতিষ্ঠায় হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং বুয়েটের মধ্যে এমওইউ স্বাক্ষর
সোনারগাঁয়ে ১১৬ কেজি পলিথিন জব্দ, জরিমানা
দুর্গাপূজা ঘিরে ‘মেলা’ না করার অনুরোধ এসপির
নারায়ণগঞ্জে দুর্গাপূজা: গতবারের চেয়ে বাড়ছে পূজামণ্ডপ
ডাকসুর নতুন নেতৃত্বকে স্বাগত জানালেন মির্জা আব্বাস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ