প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ধাক্কা, নিহত ১

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ধাক্কা, নিহত ১
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫



প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ধাক্কা, নিহত ১

সিরাজগঞ্জ সদরের কাশিয়াহাটা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার সড়কের পাশে থাকা দোকানে ঢুকে পড়লে ঘটনাস্থলেই এক দোকান মালিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায় প্রাইভেটকারসহ তিনটি দোকান দুমড়ে-মুচড়ে যায়।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।

নিহত দোকান মালিকের নাম মো. হাফিজ (৪৫)। তিনি সদর উপজেলার বনবাড়িয়া গ্রামের নুরু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, শহরের দিক থেকে আসা অতিরিক্ত গতির একটি প্রাইভেটকার হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি দোকানে ঢুকে পড়ে। এতে দোকানের সামনে বসে থাকা হাফিজ ও অপর এক পথচারীকে চাপা দেয়। ঘটনাস্থলেই হাফিজ নিহত হন এবং অন্যজনসহ আরও কয়েকজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।

ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয়রা এক ঘণ্টা সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে। এতে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বলেন, ‘বেপরোয়া গাড়ি চালানোর কারণেই এই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বাংলাদেশ সময়: ১৬:০৫:৫০   ৫৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
প্রধান উপদেষ্টার কাছ থেকেই আমরা জুলাই সনদ নিতে চাই : হাসনাত আব্দুল্লাহ
নির্বাচন বাতিলের ষড়যন্ত্র চলছে: খন্দকার মোশাররফ
আমজনতার দল অবশ্যই নিবন্ধন প্রাপ্য: রিজভী
ফতুল্লায় ৩ সাংবাদিককে মারধর, কৃষকদল নেতা কারাগারে
বিএনপি ক্ষমতায় গিয়ে উল্টা-পাল্টা করলে ছাড় দেব না: জামায়াত আমির
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস কাল
হালদা নদীকে মৎস্য হেরিটেজ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
এনসিপির মনোনয়ন ফরম বিতরণ শুরু
২০২৬ সালে মেঘনা-ধনাগোদা নদীতে সেতুনির্মাণ শুরু হবে : সেতু সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ