
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সাংবাদিক মোহাম্মদ রফিকুল ইসলামের বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে দুই যুবককে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি ডেগার এবং একটি দেশীয় চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
শনিবার(১৩ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে এই হামলার ঘটনা ঘটে। হামলার শিকার সাংবাদিক রফিকুল ইসলাম, যিনি দৈনিক বাংলার খবর পত্রিকার সাংবাদিক এবং বাংলাদেশ রিপোর্টার্স ক্লাবের সভাপতি, তিনি জরুরি সেবার ৯৯৯ নম্বরে এবং সেনাক্যাম্পের ক্যাপ্টেন অর্ণব কবির প্রাপনকে ফোন করে বিষয়টি জানান।
খবর পেয়ে যৌথ বাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এরপর রাতেই অভিযান চালিয়ে আওনা ইউনিয়নের মেন্দারবেড় গ্রাম থেকে পিংনা রাধানগর গ্রামের মো. সিবলু (২৩) এবং আওনা মেন্দারবেড় গ্রামের মো. তুশার (৩৫)-কে আটক করা হয়।
আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা অস্ত্রসহ সরিষাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। সরিষাবাড়ী থানার পরিদর্শক মো. আমিনুল ইসলাম আটক ও মালামাল গ্রহণ করেন।
সাংবাদিক রফিকুল ইসলাম জানান, সন্ত্রাসীরা গভীর রাতে তার বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ফলজ গাছের চারা কুপিয়ে নষ্ট করে ফেলে। এতে আতঙ্কিত হয়ে তিনি প্রশাসনিক সহায়তা চান।
এই হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিক এবং সুশীল সমাজে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। হামলার কারণ এবং এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১১:১১:১৮ ৪৩ বার পঠিত