জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট বিপুল বিজয় অর্জন করেছে। ২৫টি পদের মধ্যে ২০টিতেই জয় পেয়েছে এ প্যানেল।
আজ বিকেল সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মণিরুজ্জামান এবং কমিশনের সদস্য সচিব একেএম রশিদুল আলম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু (স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেল থেকে) ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন, আর শিবির-সমর্থিত প্যানেলের মাজহারুল ইসলাম হয়েছেন সাধারণ সম্পাদক (জিএস)। যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) হয়েছেন ফেরদৌস আল হাসান এবং যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) হয়েছেন আয়েশা সিদ্দিকা মেঘলা।
শিবির-সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের ঝুলিতে গেছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সম্পাদকীয় পদ। এর মধ্যে রয়েছে—শিক্ষা ও গবেষণা সম্পাদক: আবু উবাইদা উসামা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক: মো. শফায়েত মীর, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: মো. জাহিদুল ইসলাম বাপ্পি, সহকারী সাংস্কৃতিক সম্পাদক: মোহাম্মদ রায়হান উদ্দিন,
নাট্য সম্পাদক: মো. রুহুল ইসলাম, তথ্যপ্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক: মো. রাশেদুল ইসলাম লিখন, সমাজকল্যাণ ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক: আরিফুল ইসলাম, সহকারী সমাজকল্যাণ ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক (পুরুষ): মো. তৌহিদ হাসান, সহকারী সমাজকল্যাণ ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক (নারী): নিগার সুলতানা, সহকারী ক্রীড়া সম্পাদক (পুরুষ): মো. মাহাদি হাসান, সহকারী ক্রীড়া সম্পাদক (নারী): ফারহানা আক্তার লুবনা, পরিবহন ও যোগাযোগ সম্পাদক: মো. তানভীর রহমান, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক: হুসনী মুবারক, কার্যনির্বাহী সদস্য (নারী): নুসরাত জাহান ইমা, নাবিলা বিনতে হারুন, ফাবলিহা জাহান, কার্যনির্বাহী সদস্য (পুরুষ): আবু তালহা, মো. তারিকুল ইসলাম।
তবে শিবির-সমর্থিত প্যানেলের আধিপত্যের মাঝেও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। সাংস্কৃতিক সম্পাদক পদে মোহিবুল্লাহ শেখ জিসান এবং ক্রীড়া সম্পাদক পদে মাহমুদুল হাসান কিরণ নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ ডেমোক্রেটিক স্টুডেন্টস কাউন্সিলের (বিডিএসসি) আহসাব লাবিব সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক এবং একই সংগঠনের মোহাম্মদ আলী চিশতি কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।
গত ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ নির্বাচন ছিল জাকসুর ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হলো জাকসু নির্বাচন। বিশ্ববিদ্যালয়ের ২১টি কেন্দ্রে ২২৪টি বুথে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এর মধ্যে ১১টি পুরুষ এবং ১০টি নারী আবাসিক হলে ভোটাররা ভোট দেন।
নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, নিবন্ধিত ১১,৮০৫ জন ভোটারের মধ্যে ৮,০০৩ জন ভোট দিয়েছেন। ভোট প্রদানের হার দাঁড়িয়েছে ৬৭ দশমিক ৮ শতাংশ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ১৯৭১ সালের ১২ জানুয়ারি যাত্রা শুরু করে। প্রথম জাকসু গঠিত হয় ১৯৭২ সালে। এরপর ১৯৭২, ১৯৭৪, ১৯৭৯, ১৯৮০, ১৯৮১, ১৯৮৯, ১৯৯০ ও ১৯৯২ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। দীর্ঘ ৩৩ বছর বিরতির পর ২০২৫ সালের এ নির্বাচন হলো বিশ্ববিদ্যালয়ের নবম জাকসু নির্বাচন।
বাংলাদেশ সময়: ২৩:৫২:৩৮ ১১ বার পঠিত