ইইউ বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইইউ বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ
সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫



ইইউ বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মুলার বলেছেন, ইইউ আসন্ন ফেব্রুয়ারিতে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ।

আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত আগামী সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি।’

রাষ্ট্রদূত বলেন, আসন্ন নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। অন্তর্বর্তী সরকারকে অবশ্যই রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে দ্রুত সংস্কার কর্মসূচি সম্পন্ন করতে হবে।

সাবেক রাষ্ট্রদূতদের সংগঠন এওএফএ (অ্যাসোসিয়েশন অব ফরমার অ্যাম্বাসাডরস) আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবদুল্লাহ আল হাসান।

স্থিতিশীলতা ও বিনিয়োগ প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, ইউরোপীয় বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী, তবে স্থিতিশীলতা ও বিনিয়োগের নিরাপত্তা অপরিহার্য।

বাংলাদেশুইইউ সম্পর্কের বিষয়ে তিনি বলেন, ‘আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি হলো মানবাধিকার, উন্নয়ন, গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা। ভবিষ্যতে আমরা এসব ক্ষেত্রে আরও জোরালোভাবে কাজ করব।’

রাষ্ট্রদূত আরও বলেন, ইইউ সবসময় বাংলাদেশ থেকে বৈধ অভিবাসনকে সমর্থন করে এবং দক্ষ ও অদক্ষ শ্রমশক্তি রপ্তানিতে সম্ভাবনা দেখছে।

নিরাপত্তা খাতে সহযোগিতার বিষয়ে মুলার জানান, বাংলাদেশ কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধিতে ইইউ সহায়তা করছে। সামরিক খাতেও বাড়তি সহযোগিতা জরুরি।

রোহিঙ্গা সংকট সমাধানে ইইউর সমর্থন পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনই একমাত্র সমাধান। তবে সেটি অবশ্যই স্বেচ্ছায় এবং শান্তিপূর্ণ পরিবেশে হতে হবে।’

বাংলাদেশ সময়: ২২:২১:৪২   ১৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পুরনো চিহ্নিত মহল দেশকে পরিকল্পিতভাবে নৈরাজ্যের পথে ধাবিত করতে চায়: মির্জা ফখরুল
হাদির খুনিদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে : টুকু
হাদির মৃত্যু: খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল
হাদির মতো দলের জন্য শহীদ হলেও কোনো আক্ষেপ থাকতো না: এটিএম কামাল
নেতাকর্মীদের অনুরোধে নির্বাচনে ফিরলেন মাসুদুজ্জামান
বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন ‘বেশ স্থিতিশীল’: ব্যক্তিগত চিকিৎসক
দেশে পৌঁছেছে ওসমান হাদির মরদেহ
শহীদ ওসমান হাদির নামে ভোলায় ওয়াটার অ্যাম্বুল্যান্সের নামকরণ
ভোট-গণভোটে জনসম্পৃক্ততায় কর্মসূচি বাস্তবায়ন করবে সরকার: তথ্য ও সম্প্রচার সচিব
শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে সরকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ