সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

“নাগরিক অধিকার সুরক্ষায় চাই অভিন্ন পারিবারিক আইন”

প্রথম পাতা » ছবি গ্যালারী » “নাগরিক অধিকার সুরক্ষায় চাই অভিন্ন পারিবারিক আইন”
সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫



“নাগরিক অধিকার সুরক্ষায় চাই অভিন্ন পারিবারিক আইন”

আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে এক মতবিনিময় সভা করেছে বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখা। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৪টায় শহরের চাষাড়াস্থ সংগঠন কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলা সভাপতি রীনা আহমেদ।

বক্তারা বলেন, নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ বা সিডও (CEDAW) নারীর মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ১৯৭৯ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘে গৃহীত হয় এবং ১৯৮১ সালের ৩ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়। সিডও একমাত্র আন্তর্জাতিক চুক্তি যা সম্পূর্ণভাবে নারী সংক্রান্ত। এতে মোট ৩০টি অনুচ্ছেদ রয়েছে, যার মধ্যে প্রথম ১৬টি অনুচ্ছেদে নারীর প্রতি বৈষম্যের ধরন চিহ্নিত করা হয়েছে এবং পরবর্তী ১৪টি অনুচ্ছেদে বৈষম্য দূরীকরণের উপায় আলোচনা করা হয়েছে।

বাংলাদেশ সরকার ১৯৮৪ সালের ২৪ সেপ্টেম্বর সিডও সনদে স্বাক্ষর ও অনুমোদন করে। তবে নারীর প্রতি বৈষম্য দূর করতে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণে গুরুত্বপূর্ণ ২ ও ১৬ (১) (গ) ধারা সংরক্ষণ বহাল রেখেছে, যা এখনো প্রত্যাহার করা হয়নি। বক্তারা মনে করেন, এর ফলে প্রকৃত সমতা নিশ্চিত হচ্ছে না। নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠায় সিডও সনদের পূর্ণ অনুমোদন জরুরি। এ জন্য পরিবার, সমাজ ও রাষ্ট্র—সব পর্যায়ে দৃষ্টিভঙ্গি পরিবর্তন, মানবিক মূল্যবোধ জাগ্রতকরণ এবং সামাজিক আন্দোলনে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

আলোচনায় আরও বলা হয়, অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন ছাড়া প্রকৃত সমতা প্রতিষ্ঠা সম্ভব নয়। বর্তমানে বিভিন্ন ধর্মের জন্য ভিন্ন ভিন্ন পারিবারিক আইন প্রচলিত, যা অনেক ক্ষেত্রে নারীদের প্রতি বৈষম্যমূলক। অভিন্ন পারিবারিক আইন চালু হলে বিয়ে, তালাক, ভরণপোষণ ও উত্তরাধিকারের মতো বিষয়ে নারী-পুরুষ সমানাধিকারের সুযোগ পাবে। এজন্য শহর থেকে গ্রাম পর্যন্ত ব্যাপক প্রচার, সচেতনতা বৃদ্ধি এবং রাষ্ট্রের কার্যকর ভূমিকা অপরিহার্য।

সভায় লিখিত বক্তব্য প্রদান করেন সাধারণ সম্পাদক রহিমা খাতুন। মতবিনিময়ে অংশ নেন আন্দোলন সম্পাদক সাহানারা বেগম, খেলাঘরের জেলা সভাপতি জহিরুল ইসলাম, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক সুলতানা আক্তার, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মো. হোসাইন, নারী শিল্প উদ্যোক্তা মুনমুন আসকারী, সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক ফারুক মহসিন, আইনজীবী আয়েশা আখতার, সিনিয়র শিক্ষক নিগার সুলতানা পলি প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক শাশ্বতী পাল। এতে আইনজীবী, শিক্ষক, সাংবাদিক, নারী উদ্যোক্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও ছাত্রীসহ অর্ধশতাধিক সদস্য অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২৩:০৫:২৫   ৩১ বার পঠিত