বিএসসি ছাড়া প্রকৌশলী পদবি ব্যবহারে শাস্তির দাবি প্রকৌশল শিক্ষার্থীদের

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএসসি ছাড়া প্রকৌশলী পদবি ব্যবহারে শাস্তির দাবি প্রকৌশল শিক্ষার্থীদের
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫



বিএসসি ছাড়া প্রকৌশলী পদবি ব্যবহারে শাস্তির দাবি প্রকৌশল শিক্ষার্থীদের

চাকরিতে নবম গ্রেডের নিয়োগ বিজ্ঞপ্তি সিন্ডিকেটের মাধ্যমে আটকে দেয়ার অভিযোগ করেছেন প্রকৌশলী অধিকার আন্দোলনের শিক্ষার্থীরা। সেইসঙ্গে বিএসসি ডিগ্রিধারী ছাড়া নামের আগে প্রকৌশলী পদবি ব্যবহার করলে আইনানুগ ব্যবস্থা নেয়ারও দাবি জানান তারা।

বেশ কিছু দিন ধরেই চাকরিতে নিয়োগ নিয়ে মুখোমুখি অবস্থানে প্রকৌশল ও কারিগরি শিক্ষার্থীরা। নিজ নিজ দাবি আদায়ে রাজপথেও নামেন তারা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ক্যাম্পাসে প্রকৌশলী অধিকার আন্দোলনের ব্যানারে সংবাদ সম্মেলন করেন বুয়েট শিক্ষার্থীরা।

বুয়েট শিক্ষার্থীরা বলেন, প্রকৌশলীদের পদে ডিপ্লোমা টেকনিশিয়ানদের নিয়োগ দেয়া অযৌক্তিক। নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী ও সমমান পদের জন্য নিয়োগ পরীক্ষা বাধ্যতামূলক করতে হবে।

তারা জানান, আলোচনার টেবিল ছেড়ে সড়ক ও রেলপথ অবরোধ কোনো যৌক্তিক সমাধান হতে পারে না। জনভোগান্তি নিরসনে যৌক্তিক দাবি বিবেচনায় নিয়ে কর্তৃপক্ষ নিজ উদ্যোগে ব্যবস্থা নেবে বলেও আশা করেন তারা।

বুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী জোবায়ের আহমেদ বলেন, দশম গ্রেড টেকনিক্যাল বা উপ-সহকারী প্রকৌশলী ও সমমান পদে ডিপ্লোমাধারীদের জন্য বরাদ্দকৃত শতভাগ কোটা বাতিল করতে হবে। বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ব্যতীত কেউ নামের পাশে ইঞ্জিনিয়ারিং পদবি ব্যবহার করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। দশম গ্রেড থেকে প্রমোশন নিয়ে ডিপ্লোমাধারীরা আবার নবম গ্রেডে যায়, যেখানে নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী পদের ন্যূনতম যোগ্যতা হওয়া উচিত বিএসসি ডিগ্রি।

‎এদিকে, দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করেন কারিগরি শিক্ষা আন্দোলনের শিক্ষার্থীরা। অভিযোগ করেন, বিএসসি ইঞ্জিনিয়ারদের ৩ দফা দাবি বাস্তবায়নের ষড়যন্ত্র হিসেবেই ১৪ সদস্যের ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে। এসময়, কারিগরি ছাত্র আন্দোলনের ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তারা।

সেইসঙ্গে বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি পর্যালোচনায় সরকারের গঠিত ১৪ সদস্যের ওয়ার্কিং গ্রুপ প্রত্যাখ্যান করে বুধবার (১৭ সেপ্টেম্বর) সারা দেশে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে ডিপ্লোমা প্রকৌশলীরা।

বাংলাদেশ সময়: ১৬:১৮:১১   ১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধান উপদেষ্টার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন
মারা গেছেন চিত্রনায়িকা বনশ্রী
বিএসসি ছাড়া প্রকৌশলী পদবি ব্যবহারে শাস্তির দাবি প্রকৌশল শিক্ষার্থীদের
দুর্যোগ মোকাবেলার চেয়ে প্রশমন বেশি গুরুত্বপূর্ণ : ত্রাণ উপদেষ্টা
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৩ বাংলাদেশি আটক
আজ থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ
জামায়াতের আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিলে রাজপথে নামার ঘোষণা রেজাউল করীমের
শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সরকারের নৈতিক-আইনি দায়িত্ব: নাহিদ
১৫ বছরের দুঃশাসনের পুনরাবৃত্তি আর না হোক, ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ