বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের ২১তম আসরে বাংলাদেশের অংশগ্রহণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের ২১তম আসরে বাংলাদেশের অংশগ্রহণ
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫



মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের ২১তম আসরে বাংলাদেশের অংশগ্রহণ

বিশ্বের বৃহত্তম হালাল শোকেস হিসেবে পরিচিত মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেস (MIHAS)-এর ২১তম আসরে অংশগ্রহণ করেছে বাংলাদেশ। Malaysia International Trade and Exhibition Center (MITEC)-এ ১৭-২০ সেপ্টেম্বর পর্যন্ত চার দিনব্যাপী আয়োজিত এ মেলায় বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর উদ্যোগ ও ব্যবস্থাপনায় এবং কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সমন্বয়ে বাংলাদেশের ৮টি শিল্প প্রতিষ্ঠান ও বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিস অংশগ্রহণ করেছে।

গতকাল মেলার উদ্বোধনী দিনে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন করেন বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক-১ বেবী রাণী কর্মকার ও বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা। পরবর্তীতে তারা হালাল ডেভেলপমেন্ট করপোরেশন বারাহাদ (এইচডিসি) এর প্রধান নির্বাহী কর্মকর্তা হাইরল আরিফিন সাহারি, মালয়েশিয়া এক্সটারনাল ট্রেড ডেভেলপমেন্ট করপোরেশন (মেট্রেড) এর সিনিয়র পরিচালক এস. জয়শংকর এবং বাংলাদেশ প্যাভিলিয়নে আগত মালয়েশিয়ার বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিদের সাথে পৃথক পৃথক বৈঠক করেন এবং তাদেরকে আগামী ১ থেকে ৩ ডিসেম্বর বাংলাদেশে অনুষ্ঠিতব্য Global Sourcing Expo 2025 অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

এ সময় উপস্থিত সাংবাদিকদের রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক-১ জানান, বাংলাদেশি পণ্যের ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষাপটে মালয়েশিয়াসহ আসিয়ান অঞ্চলে বাংলাদেশের পণ্যের বাজার সম্প্রসারণের জন্য রপ্তানি উন্নয়ন ব্যুরো কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে আরো বেশি প্রতিষ্ঠান যাতে এই ধরণের মেলায় অংশগ্রহণ করতে পারে সে বিষয়ে উদ্যোগ অব্যাহত থাকবে।

ভারপ্রাপ্ত হাইকমিশনার বাংলাদেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানসমূহকে তাদের সক্রিয় অংশগ্রহণের জন্য অভিনন্দন ও ধন্যবাদ জানান এবং ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে হাইকমিশনের বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনা নিয়ে সক্রিয়ভাবে কাজ করার বিষয়টি অবহিত করেন। এছাড়া, তিনি সম্প্রতি প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরে তাদের সহযোগিতা নিয়ে বাংলাদেশে হালাল সেক্টরের উন্নয়নসহ যৌথ প্রচেষ্টা/প্রকল্প গ্রহণপূর্বক হালাল করিডোর/হালাল হাব প্রতিষ্ঠার বিষয়ে মালয়েশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের নিকট উপস্থাপিত প্রস্তাবের বিষয়ে উল্লেখ করেন।

পরবর্তীতে, অতিথিবৃন্দ মেলা ও বাংলাদেশি স্টল পরিদর্শন করেন এবং বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে মালয়েশিয়ায় তাদের পণ্যের বাজার সম্প্রসারণে বিভিন্ন পরামর্শ দেন এবং বাংলাদেশ সরকারের পক্ষ হতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য, এ মেলায় খাদ্য ও পানীয়, চামড়া ও চামড়াজাত পণ্য, ঔষধ, গৃহস্থালি ও ব্যক্তিগত দ্রব্যাদী, প্রসাধন সামগ্রী এবং তৈরি পোশাক ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে গ্লোবাল ক্যাপসুলস লিমিটেড, গোল্ডেন প্লাস ফুড এন্ড বেভারেজ লিমিটেড, এপেক্স কনভিনিয়েন্স ফুডস লিমিটেড, কে.এম.আর ক্রাফ্ট, রিমার্ক এইচবি লিমিটেড, নিজজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেড, এমএনএল ডিজাইনার জোন, গর্জিয়াস উইথ ট্রেন্ড, নওরিস ফুডস লিমিটেড অংশগ্রহণ করেছে। এছাড়া, বাংলাদেশি শিল্প প্রতিষ্ঠান প্রাণ (PRAN) ও এগ্রোভার্স লিমিটেড (MOITTRY) মালয়েশিয়ার স্থানীয় প্রতিষ্ঠান হিসেবে এ মেলায় অংশগ্রহণ করেছে। মেলায় রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাংলাদেশ হাইকমিশন এর বুথে বিভিন্ন রপ্তানিযোগ্য পণ্য যেমন তৈরী পোশাক, সিরামিকসামগ্রী, ঔষধসামগ্রী, চামড়া ও চামড়াজাত পণ্য, প্লাস্টিকসামগ্রী প্রদর্শন করা হচ্ছে এবং এ সংক্রান্ত তথ্যচিত্র প্রদর্শনসহ বিভিন্ন তথ্য আগত পরিদর্শনকারীদের নিকট বিতরণ করা হচ্ছে। মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহকে নেটওয়ার্কিং, বিজনেস ম্যাচমেকিংসহ সার্বিক সহযোগিতা প্রদান করছে।

#

বাংলাদেশ সময়: ১৬:৫৫:০২   ৯ বার পঠিত