রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় জামালপুরে ছাত্রলীগ নেতা ও সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় জামালপুরে ছাত্রলীগ নেতা ও সাবেক কাউন্সিলর গ্রেপ্তার
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫



রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় জামালপুরে ছাত্রলীগ নেতা ও সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি : রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জামালপুর জেলা পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশ ছাত্রলীগের জামালপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. শাহেদ আলী (২১) এবং জামালপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. জামাল পাশাকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে।

জামালপুর জেলা পুলিশের মিডিয়া সেল এক প্রেস ব্রিফিংয়ে জানায়, ৫ আগস্ট ২০২৪ এর পর থেকে জামালপুর জেলার শীর্ষ পর্যায়ের কিছু ব্যক্তি পলাতক রয়েছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। সম্প্রতি ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ব্যানারে কিছু দুষ্কৃতকারীকে ঝটিকা মিছিল ও রাষ্ট্রবিরোধী চক্রান্তে জড়িত থাকতে দেখা যায়। বিভিন্ন গণমাধ্যম ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এই দুই ব্যক্তিকে এসব কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) এর একটি বিশেষ দল এসআই আব্দুল্লাহ আল আজাদের নেতৃত্বে ঢাকা মহানগরীর উত্তরা ও ফার্মগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত শাহেদ আলী গত ৩ আগস্ট ২০২৫ তারিখে নিজের চোখ বেঁধে একটি অপহরণের নাটক সাজান। তিনি এই ভিডিওটি ফেসবুকে সম্প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেন। পুলিশ বলছে, এই ভিডিওটি প্রশাসন ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার একটি অপচেষ্টা।

তদন্তে আরও জানা গেছে, শাহেদ আলী ও তার সহযোগীরা একটি নিষিদ্ধ সংগঠনের ছত্রছায়ায় থেকে ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে সরকার ও রাষ্ট্রবিরোধী মিটিং-মিছিল এবং নাশকতামূলক কার্যক্রম চালাচ্ছিলেন।

এ বিষয়ে জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, “দেশবিরোধী ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিশৃঙ্খলা ছড়ানো বা সরকারবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়াদের আইনের আওতায় আনা হবে।”

প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ। এই গ্রেপ্তার অভিযানটি চলমান আইনশৃঙ্খলা রক্ষার প্রচেষ্টার একটি অংশ বলে পুলিশ জানিয়েছে।

বাংলাদেশ সময়: ২২:০৩:৪৫   ৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দেশের সিদ্ধান্ত নিজেদের নিতে হবে, রাজপথে কর্মসূচি অহেতুক চাপ: মির্জা ফখরুল
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ট্রাক-সিএনজির সংঘর্ষে চালকসহ আহত ৫
নারায়ণগঞ্জে রেলস্টেশনে অভিযানে ৯ জনকে কারাদণ্ড, আটক ১৮
পূজা উদযাপনে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণের আশ্বাস নাসিক প্রশাসকের
নেপালের জালে বাংলাদেশের ৪ গোল
বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের বৈঠক
বন্দরে টাইফয়েড ক্যাম্পেইন বিষয়ক সমন্বয় সভা
রূপগঞ্জে ছাত্রী ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
অস্ট্রিয়ার ভিয়েনায় আইএইএ’র ৬৯তম সাধারণ সভায় বাংলাদেশের অংশগ্রহণ
মুঘল স্থাপনার আদলে হবে কেন্দ্রীয় ঈদগাহ: ডিসি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ