জামালপুরের ইসলামপুরে যানজটের দুর্ভোগে সাধারণ মানুষ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরের ইসলামপুরে যানজটের দুর্ভোগে সাধারণ মানুষ
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫



জামালপুরের ইসলামপুরে যানজটের দুর্ভোগে সাধারণ মানুষ

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে হাটের দিনে অটোরিকশা ও মানুষের ভিড়ে সৃষ্ট তীব্র যানজটে সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। প্রধান সড়কগুলো কার্যত অটোরিকশার দখলে চলে যাওয়ায় পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে রেলগেট থেকে দেনোয়ার মোড় হয়ে বাজারে প্রবেশ করা কঠিন হয়ে পড়ে। ডাকবাংলোর সামনে থেকে উপজেলা সড়ক এবং সরকারি ইসলামপুর কলেজ মোড় থেকে থানা মোড় পর্যন্ত হেঁটে যাওয়াও মুশকিল হয়ে গেছে। এই গুরুত্বপূর্ণ সড়কগুলো বেশিরভাগ সময়ই অদক্ষ অটোরিকশা চালকদের দখলে থাকে। তারা পাল্লা দিয়ে গাড়ি চালায়, যার ফলে প্রায়শই ছোটখাটো দুর্ঘটনা ঘটে।

পথচারীদের অভিযোগ, ফুটপাতগুলো দখল করে আছে দোকানদাররা, যার ফলে মানুষকে বাধ্য হয়ে রাস্তার ওপর দিয়ে হাঁটতে হয়। এর ওপর অটোরিকশা চালকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করায় যানজট আরও তীব্র হয়। প্রতিবাদ করলে উল্টো তাদের রোষানলে পড়তে হয়।

একজন ক্রেতা মাহফুজ আনাম জানান, এই দুর্ভোগের প্রধান কারণ হলো অটোরিকশা চালকদের জন্য কোনো নির্দিষ্ট স্থান না থাকা। তিনি বলেন, “তাদের জন্য একটা নির্দিষ্ট স্থান করে না দিলে আমাদের ভোগান্তি কোনোদিন শেষ হবে না।”

তবে এই সমস্যার সমাধানে প্রশাসনের নজর এসেছে। এ বিষয়ে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান বলেন, “বিষয়টি আমার নজরে এসেছে। অবিলম্বে এই সমস্যার সমাধান করা হবে।”

শনিবার ও মঙ্গলবার সাপ্তাহিক হাটের দিনে এই যানজট আরও ভয়াবহ আকার ধারণ করে। গুরুত্বপূর্ণ এই সড়কগুলো ব্যবহার করেন সরকারি-বেসরকারি কর্মকর্তা, পুলিশ এবং জনপ্রতিনিধিরাও। কিন্তু তারা এ বিষয়ে নীরব থাকায় পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২:০৭:০৩   ৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ট্রাক-সিএনজির সংঘর্ষে চালকসহ আহত ৫
নারায়ণগঞ্জে রেলস্টেশনে অভিযানে ৯ জনকে কারাদণ্ড, আটক ১৮
পূজা উদযাপনে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণের আশ্বাস নাসিক প্রশাসকের
নেপালের জালে বাংলাদেশের ৪ গোল
বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের বৈঠক
বন্দরে টাইফয়েড ক্যাম্পেইন বিষয়ক সমন্বয় সভা
রূপগঞ্জে ছাত্রী ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
অস্ট্রিয়ার ভিয়েনায় আইএইএ’র ৬৯তম সাধারণ সভায় বাংলাদেশের অংশগ্রহণ
মুঘল স্থাপনার আদলে হবে কেন্দ্রীয় ঈদগাহ: ডিসি
নারায়ণগঞ্জ প্রেস ক্লাব পরিদর্শনে জাতীয় প্রেস ক্লাব সম্পাদক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ