নারায়ণগঞ্জ প্রেস ক্লাব পরিদর্শনে জাতীয় প্রেস ক্লাব সম্পাদক

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জ প্রেস ক্লাব পরিদর্শনে জাতীয় প্রেস ক্লাব সম্পাদক
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫



নারায়ণগঞ্জ প্রেস ক্লাব পরিদর্শনে জাতীয় প্রেস ক্লাব সম্পাদক

নারায়ণগঞ্জ প্রেস ক্লাব পরিদর্শন করেছেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আইয়ুব ভূঁইয়া। এ সময় তিনি নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাব পরিদর্শন করেন তিনি। সভা শেষে মো. আইয়ুব ভূঁইয়াকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আইয়ুব ভূঁইয়া বলেন, “সারা দেশের জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রেস ক্লাবের সাংবাদিকদের জাতীয় প্রেস ক্লাবের আওতায় আনার চিন্তা করা হচ্ছে। বিগত কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিল। বর্তমান কমিটি এ বিষয়ে কাজ করছে। দেশের সকল জেলা পর্যায়ের প্রেস ক্লাবের সাংবাদিকরা আগামীতে জাতীয় প্রেস ক্লাব ব্যবহার করার সুযোগ পাবে।”

তিনি আরও বলেন, “জাতীয় প্রেস ক্লাবের দায়িত্ব পাওয়ার পর দেশের বিভিন্ন জেলার প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে তাঁদের খোঁজ খবর নিয়েছি। আমরা সাংবাদিকরা কোনো দল বা মতের নই বরং সাংবাদিকদের স্বার্থ ও অধিকার রক্ষায় আমরা সাংবাদিকরা ঐক্যবদ্ধ আছি।”

নারায়ণগঞ্জ প্রেস ক্লাব সভাপতি আবু সাউদ মাসুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টির সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সদস্য, সাংবাদিক ও কলামিস্ট মীর আব্দুল আলিম, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের সহসভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, কার্যকরী পরিষদ সদস্য একেএম মাহফুজুর রহমান, রফিকুল ইসলাম জীবন, আবদুস সালাম ও প্রণব কৃষ্ণ রায়। প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন তমিজ উদ্দিন আহমেদ, হাফিজুর রহমান মিন্টু, মাকসুদুর রহমান কামাল, নাফিজ আশরাফ, রফিকুল ইসলাম রফিক, মজিবুল হক পলাশ, হাসান আরিফ, আমির হুসাইন স্মিথ ও হাসান উল রাকিব প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:১৯:০১   ১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দেশের সিদ্ধান্ত নিজেদের নিতে হবে, রাজপথে কর্মসূচি অহেতুক চাপ: মির্জা ফখরুল
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ট্রাক-সিএনজির সংঘর্ষে চালকসহ আহত ৫
নারায়ণগঞ্জে রেলস্টেশনে অভিযানে ৯ জনকে কারাদণ্ড, আটক ১৮
পূজা উদযাপনে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণের আশ্বাস নাসিক প্রশাসকের
নেপালের জালে বাংলাদেশের ৪ গোল
বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের বৈঠক
বন্দরে টাইফয়েড ক্যাম্পেইন বিষয়ক সমন্বয় সভা
রূপগঞ্জে ছাত্রী ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
অস্ট্রিয়ার ভিয়েনায় আইএইএ’র ৬৯তম সাধারণ সভায় বাংলাদেশের অংশগ্রহণ
মুঘল স্থাপনার আদলে হবে কেন্দ্রীয় ঈদগাহ: ডিসি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ