
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সিরাজুল ইসলাম নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ওই শিক্ষককে আদালতে পাঠানো হয়।
এর আগে বুধবার রাতে উপজেলার মাঝিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান, বুধবার বিকালে বিদ্যালয়ে ভুক্তভোগী শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা শিক্ষক সিরাজুল ইসলাম। এ সময় শিশুটি চিৎকার করলে সে পালিয়ে যায়। ভুক্তভোগী বাড়ীতে গিয়ে তার পরিবার ঘটনাটি জানালে বুধবার রাতে ভুক্তভোগীর পরিবার থানায় একটি লিখিত অভিযোগ দাযের করে। অভিযোগের ভিত্তিতে সে রাতেই অভিযুক্ত শিক্ষক সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
বাংলাদেশ সময়: ২২:৩৫:১৬ ২৬ বার পঠিত