মার্কিন শুল্কনীতির কড়া সমালোচনা করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। ভারত ও চীনের মতো প্রাচীন সভ্যতাকে আলটিমেটাম দিয়ে চাপে ফেলা যাবে না বলে মন্তব্য করেছেন তিনি।
রাশিয়ার প্রধান চ্যানেল ১-এর ‘দ্য গ্রেট গেম’ অনুষ্ঠানে লাভরভ বলেন, ভারত ও চীনকে মার্কিন নির্দেশে রাশিয়ান জ্বালানি কেনা বন্ধ করতে বলা হচ্ছে, যা সেই দেশগুলোকে নতুন বাজার খোঁজার, নতুন উৎস থেকে জ্বালানি কেনার এবং অনেক বেশি দাম দেয়ার দিকে ঠেলে দিচ্ছে।
গত কয়েক সপ্তাহ ধরে ট্রাম্প ও তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের সমালোচনা করেছেন। ওয়াশিংটনের অভিযোগ, নয়াদিল্লি আসলে ইউক্রেনের যুদ্ধে অর্থের জোগান দিচ্ছে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের মতে, আমেরিকার নির্বাচিত শুল্ক পদ্ধতির সঙ্গে ‘নৈতিক ও রাজনৈতিক’ বিরোধিতা রয়েছে।
লাভরভ ট্রাম্পকে সতর্ক করে বলেন, ‘চীন ও ভারত প্রাচীন সভ্যতা। তাদের কাছে এই ভাষায় বলা - ‘আমার পছন্দ নয়, তাই এটা বন্ধ করো, নইলে শুল্ক চাপাব’ -এভাবে কিছু হবে না। এর বিরুদ্ধে নৈতিক ও রাজনৈতিক আপত্তি আছে।
রাশিয়ার ওপর ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞার হুমকি প্রসঙ্গে লাভরভ বলেন, ‘সত্যি বলতে, রাশিয়ার ওপর আরোপিত নতুন নিষেধাজ্ঞায় আমি কোনো সমস্যা দেখছি না।
তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে সেই সময়ের জন্য অভূতপূর্ব বিপুল পরিমাণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। বাইডেনের আমলে তো নিষেধাজ্ঞাকে কূটনীতির বিকল্প হিসেবে ব্যবহার করা হয়েছে। সমঝোতার কোনো প্রচেষ্টা হয়নি।
মার্কিন হুঁশিয়ারির পরও রাশিয়ার থেকে অপরিশোধিত তেল কেনা অব্যাহত রেখেছে ভারত। নয়াদিল্লি জানিয়েছে, দেশের স্বার্থ সবার আগে বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সূত্র: এনডিটিভি
বাংলাদেশ সময়: ১৫:০১:১১ ১৭ বার পঠিত