
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং গণহত্যার বিচারসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর বাড্ডায় গণসমাবেশ শুরু করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাদ জুমা আড়াইটার দিকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়। এর আগে জুমার নামাজ শেষে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে একের পর এক নেতাকর্মী সমাবেশস্থলে পৌঁছান।
মিছিলে অংশগ্রহণকারীরা প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার দৃশ্যমান বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি এবং পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে শ্লোগান দেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়েছেন দলের যুগ্ম মহাসচিব ও ঢাকা-১১ আসনের প্রার্থী প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।
সমাবেশে বক্তারা জাতীয় পার্টি ও ১৪ দলের বিচার কার্যক্রম চলাকালীন তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার দাবি তুলছেন। পাশাপাশি ভারতীয় প্রভাব ও ফ্যাসিবাদের দোসরদের বিচারের দাবিও জানাচ্ছেন।
চলমান এ গণসমাবেশে রাজধানী ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার নেতাকর্মী যোগ দিয়েছেন বলে জানিয়েছেন আয়োজকরা।
বাংলাদেশ সময়: ১৬:২২:০৮ ১২ বার পঠিত