রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

নারায়ণগঞ্জে ময়লার ভাগাড় থেকে ৫ বস্তা এনআইডি কার্ড উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে ময়লার ভাগাড় থেকে ৫ বস্তা এনআইডি কার্ড উদ্ধার
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫



নারায়ণগঞ্জে ময়লার ভাগাড় থেকে ৫ বস্তা এনআইডি কার্ড উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম এলাকায় ময়লার ভাগাড় থেকে পাঁচ বস্তা জাতীয় পরিচয়পত্রসহ (এনআইডি) বিপুল পরিমাণ পোলিং কর্মকর্তার কার্ড ও সিল উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এগুলো উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাদা রঙের একটি গাড়ি দ্রুতগতিতে এসে কয়েকটি বস্তা ফেলে চলে যায়। স্থানীয়রা প্রথমে সেগুলোকে ময়লার বস্তা ভেবে নিলেও বস্তাগুলো পরিষ্কার হওয়ায় তাদের সন্দেহ হয়।
পরে সেগুলো খুলে দেখা যায় ভেতরে রয়েছে হাজার হাজার এনআইডি কার্ড এবং নির্বাচনী সরঞ্জাম।

ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলনেতা নাজমুল হাসান বাবু বলেন, ‘আমি স-মিলের কাজে ছিলাম। হঠাৎ একটি গাড়ি থেকে কয়েকটি বস্তা ফেলে যেতে দেখে আমার লোকজন এগিয়ে যায়। পরে পুলিশকে খবর দিলে তারা ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা এসে এসব কার্ড উদ্ধার করেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া সব কার্ডই গাজীপুর সদর এলাকার বাসিন্দাদের। অতিরিক্ত নির্বাচন কমিশনার রাকিবুজ্জামান জানান, ‘এগুলো আমাদের এখানকার নয়, গাজীপুরের পুরোনো কার্ড মনে হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলছে।’

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, ‘কার্ডগুলো উদ্ধার করে থানায় রাখা হয়েছে।
তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।’

বাংলাদেশ সময়: ২৩:৩১:৩৩   ২৯ বার পঠিত