নারায়ণগঞ্জে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতি, গ্রেফতার ৯

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতি, গ্রেফতার ৯
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫



নারায়ণগঞ্জে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতি, গ্রেফতার ৯

নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিপিডিসির নির্মাণাধীন বিদ্যুৎ উপকেন্দ্র থেকে ৬৫ লাখ টাকার মালামাল ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ডাকাতি হওয়া এক ট্রাক মালামাল ও বেশ কিছু দেশীয় অস্ত্র।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন সামাদ নগর ও রাজধানী ঢাকার ডেমরা থানার সারুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জে র‍্যাব-১১ ব্যাটেলিয়ন সদর দফতরে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

গ্রেফতার ৯ জনের মধ্যে মো. লিটন (৩৭), মো. রফিকুল (২৮), মো. সাইদুল (৩১), মো. আরিফ (২৬), মো. সাগর মুন্সী (৩৮), মো. আক্তার (৪৪) ও মো. রোমানকে (৩২) নারায়ণগঞ্জের ফতুল্লার সামাদ নগর থেকে এবং মো. রিয়াজ (৩৮) ও মো. শহিদুলকে (৪০) রাজধানীর ডেমরা থানার সারুলিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, রোববার (২১ সেপ্টেম্বর) রাতে ফতুল্লার পিলকুনি এলাকায় ডিপিডিসির নির্মাণাধীন বিদ্যুৎ উপকেন্দ্রে ১৫ থেকে ২০ জনের একদল সশস্ত্র ডাকাত হানা দেয়। ডাকাতরা নিরাপত্তা প্রহরী ও নির্মাণ শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে তাদের হাত-পা বেঁধে মারধর করে। এরপর সাব স্টেশনটি নির্মাণের জন্য রক্ষিত বৈদ্যুতিক তার, রিং, কন্ডাক্টর ক্যাবল, রিং নেটওয়ার্ক, ট্রান্সফরমার ক্যাবল, বৈদ্যুতিক তামার তার ও বিভিন্ন যন্ত্রাংশসহ ৬৫ লাখ টাকা মূল্যের মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা।

সংবাদ সম্মেলনে র‍্যাব-১১ ব্যাটেলিয়ন অধিনায়ক (সিও) লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, এ ঘটনায় পরদিন (২২ সেপ্টেম্বর) সাব স্টেশনটির পক্ষ থেকে ফতুল্লা মডেল থানায় মামলা করা হলে আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি ও নানা তৎপরতা শুরু করে র‍্যাব। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত দলের ৯ সদস্যকে।

তিনি আরও জানান, গ্রেফতারদের কাছ থেকে উদ্ধার হয় ডাকাতি করা মালামাল পরিবহনের ১টি ট্রাক (ঢাকা-মেট্রো -চ ১১৮৪-০৭), ৯টি মোবাইল ফোন, তামার তার, ১টি ড্রিল মেশিন, ১টি কাটার মটর, লোহার গ্রিল, ১টি স্ট্যান্ড ফ্যান, ১টি চাপাতি, ১টি ছুরি ও একটি খেলনা পিস্তল।

র‍্যাব-১১ অধিনায়ক জানান, গ্রেফতার আসামি মো. লিটনের নামে ডিএমপি ঢাকাসহ বিভিন্ন থানায় ৫টি ডাকাতি, ২টি অস্ত্র, ১টি মাদক মামলাসহ মোট ৯ টি মামলা, আসামি মো. রোমানের নামে বিভিন্ন থানায় ৪টি মাদক মামলা এবং আসামি সাগর মুন্সির নামে ১টি মামলা রয়েছে।

এ ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। এবং গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও সংবাদ সম্মেলনে র‍্যাব জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৩০:৩৭   ১৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


২১ দিন মা-মেয়ের লাশের সঙ্গে হত্যাকারীর বসবাস, লোমহর্ষক তথ্য দিলেন
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
রাষ্ট্র ও সরকারের মালিকানা জনগণের হাতে তুলে দেয়ার জন্য গণভোট - ফারুক ই আজম
ট্রাম্পকে নোবেল পুরস্কারের পদক উপহার দিলেন মাচাদো
ফতুল্লায় চোরাই মোটরসাইকেল চক্রের মূল হোতাসহ চারজন গ্রেফতার
নারীর ক্ষমতায়নের অগ্রদূত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া : কামরুল হুদা
ইসলামী আন্দোলনের জন্য জোটের দরজা খোলা রয়েছে : আসিফ মাহমুদ
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাত আটক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ