নিরাপত্তা জোরদার, গুজবে কান দেবেন না: পূজামণ্ডপে র‌্যাব অধিনায়ক

প্রথম পাতা » ছবি গ্যালারী » নিরাপত্তা জোরদার, গুজবে কান দেবেন না: পূজামণ্ডপে র‌্যাব অধিনায়ক
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫



নিরাপত্তা জোরদার, গুজবে কান দেবেন না: পূজামণ্ডপে র‌্যাব অধিনায়ক

নারায়ণগঞ্জে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন র‍্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এসএম সাজ্জাদ হোসেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে তিনি শহরের আমলাপাড়া সার্বজনীন পূজা মণ্ডপসহ কয়েকটি মণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় তিনি বলেন, “নারায়ণগঞ্জে ছোট-বড় মিলিয়ে ২২৪টি পূজা মণ্ডপ রয়েছে। পূজাকে কেন্দ্র করে আগে থেকেই গোয়েন্দা কার্যক্রম শুরু হয়েছে। টহল টিমের কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে এবং পূজা আয়োজকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।”

তিনি আরও বলেন, “বিগত বছরগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা ও গুজব ছড়িয়ে নাশকতার চেষ্টা করা হয়েছিল। তবে এ বছর এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সবাই যেন সুন্দর ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারেন, সেজন্য আমাদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও মোতায়েন রয়েছেন।”

র‍্যাব-১১ এর অধিনায়ক বলেন, “নারায়ণগঞ্জ একটি গুরুত্বপূর্ণ জেলা, এটিকে দেশের প্রাণকেন্দ্র ও কমার্শিয়াল হাব বলা হয়। গুজবে কান না দিয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসাথে কাজ করতে হবে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। সকলে মিলে মিলেমিশে উৎসব উদযাপন করতে পারি, এটাই আমাদের প্রত্যাশা।”

এরপর তিনি শহরের টানবাজার সাহাপাড়া মণ্ডপ, শ্রী শ্রী বলদেব জিউর আখড়া ও মন্দির এবং মিশনপাড়া রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার দীপক মজুমদার, জেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি শংকর কুমার সাহা, আমলাপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা, শ্রী শ্রী বলদেব জিউর আখড়া ও মন্দিরের সভাপতি জয় কে রায় চৌধুরী বাপ্পি প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:৪৪:১৮   ৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইসরাইলি অবরোধ উপেক্ষা করে গাজা অভিমুখে অগ্রসর হচ্ছে ফ্লোটিলা
পাকিস্তানশাসিত কাশ্মীরে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ৯, বন্ধ ইন্টারনেট
প্রতিমা বিসর্জনে সমাপ্তি হল শারদীয় দুর্গোৎসব
পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব
গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা - ধর্ম উপদেষ্টা
পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
জামালপুরে জামিয়া আল-হেরা মহিলা মাদ্রাসার বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
শেষ মুহূর্তের গোলে বার্সেলোনার মাটিতে পিএসজির জয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ