নিরাপত্তা জোরদার, গুজবে কান দেবেন না: পূজামণ্ডপে র‌্যাব অধিনায়ক

প্রথম পাতা » ছবি গ্যালারী » নিরাপত্তা জোরদার, গুজবে কান দেবেন না: পূজামণ্ডপে র‌্যাব অধিনায়ক
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫



নিরাপত্তা জোরদার, গুজবে কান দেবেন না: পূজামণ্ডপে র‌্যাব অধিনায়ক

নারায়ণগঞ্জে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন র‍্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এসএম সাজ্জাদ হোসেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে তিনি শহরের আমলাপাড়া সার্বজনীন পূজা মণ্ডপসহ কয়েকটি মণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় তিনি বলেন, “নারায়ণগঞ্জে ছোট-বড় মিলিয়ে ২২৪টি পূজা মণ্ডপ রয়েছে। পূজাকে কেন্দ্র করে আগে থেকেই গোয়েন্দা কার্যক্রম শুরু হয়েছে। টহল টিমের কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে এবং পূজা আয়োজকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।”

তিনি আরও বলেন, “বিগত বছরগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা ও গুজব ছড়িয়ে নাশকতার চেষ্টা করা হয়েছিল। তবে এ বছর এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সবাই যেন সুন্দর ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারেন, সেজন্য আমাদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও মোতায়েন রয়েছেন।”

র‍্যাব-১১ এর অধিনায়ক বলেন, “নারায়ণগঞ্জ একটি গুরুত্বপূর্ণ জেলা, এটিকে দেশের প্রাণকেন্দ্র ও কমার্শিয়াল হাব বলা হয়। গুজবে কান না দিয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসাথে কাজ করতে হবে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। সকলে মিলে মিলেমিশে উৎসব উদযাপন করতে পারি, এটাই আমাদের প্রত্যাশা।”

এরপর তিনি শহরের টানবাজার সাহাপাড়া মণ্ডপ, শ্রী শ্রী বলদেব জিউর আখড়া ও মন্দির এবং মিশনপাড়া রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার দীপক মজুমদার, জেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি শংকর কুমার সাহা, আমলাপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা, শ্রী শ্রী বলদেব জিউর আখড়া ও মন্দিরের সভাপতি জয় কে রায় চৌধুরী বাপ্পি প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:৪৪:১৮   ৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
শিক্ষক লাঞ্ছনার অভিযোগে সরিষাবাড়ী সমন্বয় সভায় ক্ষুব্ধ শিক্ষকরা
নারায়ণগঞ্জে নবাগত জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন মো. রায়হান কবির
সাধারণ মানুষের নিরাপত্তায় জেলাজুড়ে যৌথ বাহিনীর টহল
আগুন-সন্ত্রাস মেনে নেওয়া হবে না: আওয়ামী লীগকে হুঁশিয়ারি বাবুলের
ধানের শীষের বিজয় মানেই মানুষের মুক্তি: মান্নান
সরিষাবাড়ীতে আ.লীগকে পূর্ণবাসন নিয়ে যুবদল-বিএনপি দ্বন্দ্ব
স্বাগতিক বাংলাদেশের শুভ সূচনা
জাঞ্জিবারকে উড়িয়ে দিয়েছে নেপাল
এক মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় কার্যকরের দাবি নাহিদের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ