রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

জামালপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর করুণ মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর করুণ মৃত্যু
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫



জামালপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর করুণ মৃত্যু

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে বজ্রপাতে সিফাত (এসএসসি ব্যাচ ২০২৫) নামের এক শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। রবিবার(২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ভাটারা ইউনিয়নের ভাটারা গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সিফাত ভাটারা আব্দুর রাজ্জাক খান উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী এবং তিনি মোশাররফ হোসেনের ছেলে। ভাটারা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ এ সংবাদ নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে সিফাত তাদের বাড়ির পাশের একটি আম গাছের নিচে বসে ছিলেন। ঠিক সেই সময় আকস্মিক বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এই হৃদয়বিদারক ঘটনায় সিফাতের পরিবারসহ এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ১৬:০৯:৫৭   ২০০ বার পঠিত