মাসুদুজামান-বাবুল-সাখাওয়াত-টিপু এক মঞ্চে

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাসুদুজামান-বাবুল-সাখাওয়াত-টিপু এক মঞ্চে
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫



মাসুদুজামান-বাবুল-সাখাওয়াত-টিপু এক মঞ্চে

নারায়ণগঞ্জ শহরের একটি পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। এ সময় মঈন খানের পাশে এক মঞ্চে দেখা গেছে নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপির চার নেতাকে। তারা হলেন- মডেল ডি ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুজ্জামান, প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে শহরের আমলাপাড়া সার্বজনীন পূজা মণ্ডপের কার্যক্রম পরিদর্শনে আসেন বিএনপি নেতা মঈন খান। এই সময় মনোনয়ন নিয়ে মতানৈক্য থাকলেও একসঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ওই চার নেতা।

অনুষ্ঠানে মঈন খান বলেন, “আমাদের ঐতিহ্য বাংলাদেশের মানুষ অনেক আবেগপ্রবণ। আবেগের মধ্যে সবচেয়ে প্রবল হচ্ছে ভালোবাসা। সেই ভালোবাসার আবেগে সবাই মিলে মিশে শান্তিপূর্ণ পরিবেশে এখানে বসবাস করে এসেছি। এই বিশ্বাস আছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একইভাবে ভালোবাসার বাণীতে সুখে শান্তিতে বসবাস করবে।”

নারায়ণগঞ্জ শহর নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন বিএনপির এ নেতা। তিনি বলেন, “আমি নারায়ণগঞ্জে এসেছিলাম ১৯৫৩ সালে। আমরা যে নারায়ণগঞ্জ দেখেছি তা বর্তমান নারায়ণগঞ্জ থেকে অনেক আলাদা এবং উন্নত। অন্তর থেকে বিশ্বাস করি, আমাদের বাহ্যিক উন্নয়ন করলে হবে না। অর্থনৈতিক অবকাঠামোর পাশাপাশি মনস্তাত্ত্বিক উন্নয়ন করতে হবে। আমাদের অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। আজকের পূজার শিক্ষা হচ্ছে, ন্যায় এবং অন্যায়ের বিরুদ্ধে চিরন্তর সংগ্রাম। সুর-অসুরের যুদ্ধে অসুর চিরদিন পরাজিত হবে।”

বাংলাদেশ সময়: ২২:৩২:১৩   ৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতালিকে হারিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে হলান্ডের নরওয়ে
গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন : সিইসি
ভারতে অনুপ্রবেশের সময় ১৮ বাংলাদেশি আটক
হাসিনার বিচারের মধ্য দিয়ে বাংলাদেশে ন্যায় প্রতিষ্ঠিত হবে : জোনায়েদ সাকি
ভাসানীকে অনুসরণ করা মানেই জিয়াউর রহমানকে অনুসরণ করা : শামসুজ্জামান দুদু
শেখ হাসিনার মৃত্যুদণ্ড : ঢাকার নিম্ন আদালতে মিষ্টি বিতরণ
রায়ের পর সন্তোষ প্রকাশ করলেন আইন উপদেষ্টা
পরিবেশ রক্ষায় পাটকেন্দ্রিক শিল্প-সংস্কৃতির প্রসার ও উদ্ভাবন জরুরি : পরিবেশ উপদেষ্টা
রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ৫ বছরের কারাদণ্ড
১৪-তে পা আরাধ্যর, জন্মদিনে আবেগঘন বার্তা অমিতাভ বচ্চনের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ