নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পিআর ইস্যু সামনে আনছে জামায়াত: হাফিজ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পিআর ইস্যু সামনে আনছে জামায়াত: হাফিজ
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫



নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পিআর ইস্যু সামনে আনছে জামায়াত: হাফিজ

পাহাড়ে আবারও পুরানো খেলা শুরু হয়েছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদের অভিযোগ, ভারতে বসে ষড়যন্ত্র করছে পতিত স্বৈরাচার। বলেন, জনরায়কে ভয় পায় বলেই নির্বাচন বাধাগ্রস্ত করতে পিআর ইস্যু সামনে এনেছে জামায়াত।

সোমবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় যোগ দিয়ে এ সব কথা বলেন তিনি।

জানা যায়, মামরা স্কুলছাত্রী ধর্ষণের শিকার হওয়ার পর থেকেই উত্তপ্ত খাগড়াছড়ি। বিক্ষোভ-সহিংসতায় নিহত হয়েছেন তিন পাহাড়ি। আহত হয়েছেন ১৬ সেনা-পুলিশ সদস্যসহ অনেকে। জাতীয় নির্বাচনের আগে পাহাড় অশান্ত হয়ে ওঠার পেছনে উদ্বেগ-উৎকণ্ঠা, ষড়যন্ত্র, ইন্ধনের কথা উঠে আসছে রাজনীতিবিদদের কণ্ঠে। জাতীয় প্রেসক্লাবে আলোচনা উঠে আসে এ প্রসঙ্গ।

এ আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজের অভিযোগ করেন, ভারতে বসে ষড়যন্ত্র করে পাহাড়কে অশান্ত করছে পতিত স্বৈরাচার।

হাফিজ আরও বলেন,

পতিত স্বৈরাচার ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা অফিস নিয়ে তাদের কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে বাংলাদেশে প্রতিদিন নির্বাচন পর্যন্ত সহিংসতা চালাবে। পাহাড়ে শুরু হয়েছে পুরোনা খেলা। এই চট্টগ্রাম পাহাড়ে ভারতীয় পতাকা উড়ত বহুবছর আগে থেকে। কেবলমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি সেখানে বাঙালিদের পাহাড়ে পুনর্বাসন করে জনসংখ্যার মধ্যে একটা সমতা এনেছিলেন। তারজন্য তারা এখন ভারতের পক্ষ স্বাধীনতা ঘোষণা করতে পারছে না।

জনরায়কে ভয় পায় বলেই জামায়াত নির্বাচন বাধাগ্রস্ত করতে পিআর ইস্যু সামনে আনছে বলে অভিযোগ করেন হাফিজ উদ্দিন।

হাফিজ আরও বলেন, জামায়াত এই দেশে এখন বলতে চায় পিআর সিস্টেম ছাড়া নির্বাচন হতে দেবো না। আরে এটা অদ্ভূত কথা, এদেশের মানুষের কথার কোনো মূল্য নেই। জনগণের রায় হবে না।

একই অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, আবারও নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু করেছে স্বাধীনতাবিরোধীরা।

শামসুজ্জামান দুদু বলেন,

বাংলাদেশ এখন যুগসন্ধিক্ষণে। কেউ কেউ প্রচার করছেন আবার কেউ কেউ ওয়াদা করছেন তারা ক্ষমতায় গেলে নাকি এই এই করবেন। যারা মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে দাড়িয়েছিলেন।

জাতীয় প্রেসক্লাবে আলাদা অনুষ্ঠানে যোগ দিয়ে, অবিলম্বে খাগড়াছড়িতে সংঘাত বন্ধের আহ্বান জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

দেশে শান্তি প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই বলেও মনে করেন নেতারা।

বাংলাদেশ সময়: ১৫:৫২:৪১   ১৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জানুয়ারিতে তীব্র শীতের আভাস, আসছে ৫ শৈত্যপ্রবাহ
বন্দরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
আড়াইহাজারে এলপিজি সিলিন্ডার অতিরিক্ত দামে বিক্রি, জরিমানা
সুইজারল্যান্ডে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, বিভিন্ন দেশের শোক
বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে মানুষের ঢল
বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রশ্নে আপস হয়নি, হবে না: ইশরাক
জনগণের কাছে আ. লীগের গ্রহণযোগ্যতা নেই : প্রেসসচিব
প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে, অভিযোগ হাসনাত আব্দুল্লাহর
জাতীয় ঐক্যের মাধ্যমেই কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব: জামায়াত আমির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ