সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

ইসরাইলের ‘গুরুত্বপূর্ণ’ গুপ্তচরের ফাঁসি কার্যকর করল ইরান

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসরাইলের ‘গুরুত্বপূর্ণ’ গুপ্তচরের ফাঁসি কার্যকর করল ইরান
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫



ইসরাইলের ‘গুরুত্বপূর্ণ’ গুপ্তচরের ফাঁসি কার্যকর করল ইরান

ইসরাইলের অন্যতম গুরুত্বপূর্ণ এক গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। সোমবার (২৯ সেপ্টেম্বর) বহমান চৌবি নামের ওই গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

ইরানের বিচার বিভাগ-সম্পর্কিত সংবাদমাধ্যম মিজান অনলাইনের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, চৌবি একজন ডেটাবেইস সিস্টেম বিশেষজ্ঞ ছিলেন। একটি জ্ঞানভিত্তিক প্রতিষ্ঠানে কাজ করার মাধ্যমে তিনি দেশের গুরুত্বপূর্ণ ও টেলিযোগাযোগ-সংক্রান্ত প্রকল্পগুলোতে প্রবেশাধিকার পেয়েছিলেন।

মিজানের প্রতিবেদনে বলা হয়, চৌবির প্রতিষ্ঠানটির সব প্রকল্পের ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং দেশের গুরুত্বপূর্ণ ও সার্বভৌম ডেটাবেইসগুলোতে উচ্চপর্যায়ের প্রবেশাধিকার তার কাছে ছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, মোসাদের মূল উদ্দেশ্য ছিল তার মাধ্যমে সরকারি ডাটাবেজে প্রবেশাধিকার অর্জন এবং ইরানের ডেটা সেন্টারে বিপর্যয় ঘটানো। পাশাপাশি তারা ইলেকট্রনিক সরঞ্জাম আমদানির পথ অনুসন্ধানসহ অন্যান্য লক্ষ্যও অনুসরণ করেছিল।

মিজান বলছে, ইরানের সুপ্রিম কোর্ট আসামির আপিল প্রত্যাখ্যান করেছে এবং পৃথিবীতে দুর্নীতি ছড়ানোর অভিযোগে মৃত্যুদণ্ড বহাল রাখে। সাম্প্রতিক মাসগুলোতে গুপ্তচরের অভিযোগে ইরানে মৃত্যুদণ্ড কার্যকরের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বাংলাদেশ সময়: ১৬:০৭:০৭   ২৫৩ বার পঠিত