নারায়ণগঞ্জের ভূঁইঘরে ফ্লাইওভারের রেলিং ভেঙে ঝুলে রইল ট্রাক

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জের ভূঁইঘরে ফ্লাইওভারের রেলিং ভেঙে ঝুলে রইল ট্রাক
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫



নারায়ণগঞ্জের ভূঁইঘরে ফ্লাইওভারের রেলিং ভেঙে ঝুলে রইল ট্রাক

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূঁইঘর এলাকায় দ্রুতগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিং ভেঙে ঝুলে পড়ে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন মোহর উদ্দিন (৩৫) নামে এক রিকশা চালক। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় ট্রাকটি অস্বাভাবিক গতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে এটি ফ্লাইওভারের রেলিং ভেঙে প্রথমে ঝুলে পড়ে। এতে মোহর উদ্দিন ঘটনাস্থলে আটকা পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মোহর উদ্দিনকে গুরুতর আহত অবস্থায় আনা হয়েছিল। বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে তার মরদেহ মর্গে পাঠানো হয়।’

এদিকে দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে ট্রাকে থাকা আরও কয়েকজন সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সহযোগিতায় ট্রাকটি সরানো হচ্ছে। তবে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।’

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ‘দুর্ঘটনার পর আমাদের দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করছে এবং ঝুলে থাকা ট্রাকটি নিরাপদে সরিয়ে নেয়া হচ্ছে।’

বাংলাদেশ সময়: ১৭:৪৮:৩৬   ৬৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
শিক্ষক লাঞ্ছনার অভিযোগে সরিষাবাড়ী সমন্বয় সভায় ক্ষুব্ধ শিক্ষকরা
নারায়ণগঞ্জে নবাগত জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন মো. রায়হান কবির
সাধারণ মানুষের নিরাপত্তায় জেলাজুড়ে যৌথ বাহিনীর টহল
আগুন-সন্ত্রাস মেনে নেওয়া হবে না: আওয়ামী লীগকে হুঁশিয়ারি বাবুলের
ধানের শীষের বিজয় মানেই মানুষের মুক্তি: মান্নান
সরিষাবাড়ীতে আ.লীগকে পূর্ণবাসন নিয়ে যুবদল-বিএনপি দ্বন্দ্ব
স্বাগতিক বাংলাদেশের শুভ সূচনা
জাঞ্জিবারকে উড়িয়ে দিয়েছে নেপাল
এক মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় কার্যকরের দাবি নাহিদের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ