মনোনয়ন না পেলেও নারায়ণগঞ্জবাসীর পাশে থাকবেন মাসুদুজ্জামান

প্রথম পাতা » ছবি গ্যালারী » মনোনয়ন না পেলেও নারায়ণগঞ্জবাসীর পাশে থাকবেন মাসুদুজ্জামান
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫



মনোনয়ন না পেলেও নারায়ণগঞ্জবাসীর পাশে থাকবেন মাসুদুজ্জামান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ন২ পেলেও নারায়ণগঞ্জবাসীর কল্যাণে আগের মতো কাজ করে যাবার কথা জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদ।

তিনি বলেন, “আমরা নতুন ধারার রাজনীতি করতে চাই। আমরা কোনো ধরণের দলীয় পদ ব্যক্তিস্বার্থে ব্যবহার করতে চাই না। আমরা দেখেছি, জুলাই-আগাস্টে নারায়ণগঞ্জবাসী ত্যাগের যে মূল্য দিয়েছে, তা ভোলার নয়। অনেক প্রপাগান্ডা চালানোর চেষ্টা হবে, কিন্তু তাতে কান দেবেন না। আমি মনোনয়ন পাই বা না পাই, সবসময় আপনাদের পাশে থাকবো।”

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বন্দরের বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জের উন্নয়ন প্রসঙ্গে মাসুদুজ্জামান বলেন, “আমরা নতুন নারায়ণগঞ্জের স্বপ্ন দেখি। বন্দর ও শহরের উন্নয়নে আমাদের পরিকল্পনা রয়েছে। শিক্ষা, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি— এসব সমস্যা সমাধানে আমরা বাস্তবমুখী কাজ করতে চাই। যদি সুযোগ পাই, মানবকল্যাণে একযোগে কাজ করবো।”

তিনি নারায়ণগঞ্জ শহরে সহাবস্থানের রাজনীতি চর্চার আহ্বান জানিয়ে বলেন, “আমরা শান্তিতে থাকতে চাই।”

মাসুদুজ্জামান বন্দর বাজার শ্রী শ্রী দুর্গা মন্দির মণ্ডপ, শ্রী শ্রী লালজি মন্দির মণ্ডপ, শ্রী শ্রী বৃন্দাবন জিউর আখড়া, ১নং ঢাকেশ্বরী দেব মন্দির ও র‍্যালী রেজার্স সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা ফ্রন্টের সভাপতি অভয় কুমার ও সদস্য সচিব কার্তিক ঘোষ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, মহানগর বিএনপির সাবেক সমাজসেবা সম্পাদক মনির হোসেন সরদার, ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু, মহানগর বিএনপির সদস্য অ্যাডভোকেট শরিফুল ইসলাম শিপলু, অ্যাডভোকেট বিল্লাল হোসেন, হাজী ফারুক হোসেন, মনোয়ার হোসেন শোখন, মো. আলমগীর হোসেন, শহীদুল ইসলাম রিপন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর কৃষক দলের সভাপতি এনামুল খন্দকার স্বপন, মহিলা দল নেত্রী সাজেদা আক্তার মিতা, যুবদল নেতা সরকার আলম, বন্দর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ভিক্টর মৃধা, ২২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শিবু দাশসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২৩:৪৫:৩৩   ১১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
রাষ্ট্র ও সরকারের মালিকানা জনগণের হাতে তুলে দেয়ার জন্য গণভোট - ফারুক ই আজম
ট্রাম্পকে নোবেল পুরস্কারের পদক উপহার দিলেন মাচাদো
ফতুল্লায় চোরাই মোটরসাইকেল চক্রের মূল হোতাসহ চারজন গ্রেফতার
নারীর ক্ষমতায়নের অগ্রদূত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া : কামরুল হুদা
ইসলামী আন্দোলনের জন্য জোটের দরজা খোলা রয়েছে : আসিফ মাহমুদ
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাত আটক
কতটা কাজ করেছি, তা এলাকার মানুষই সাক্ষী: কালাম
বাংলাদেশকে ভালো রাখতে হলে খালেদা জিয়াকে আত্মস্থ করতে হবে: আসিফ নজরুল
শেষ ওভারের রোমাঞ্চকর জয়ে শীর্ষে ফিরল রাজশাহী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ