দুর্গাপূজা উদযাপনে পূজার্থীদের এবার উচ্ছ্বাস বেশি : ফারুক-ই-আজম

প্রথম পাতা » চট্টগ্রাম » দুর্গাপূজা উদযাপনে পূজার্থীদের এবার উচ্ছ্বাস বেশি : ফারুক-ই-আজম
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫



দুর্গাপূজা উদযাপনে পূজার্থীদের এবার উচ্ছ্বাস বেশি : ফারুক-ই-আজম

অন্তর্বর্তী সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম (বীর প্রতীক) বলেছেন, দুর্গাপূজা একটি সার্বজনীন উৎসব। দুর্গাপূজা উদযাপনে পূজার্থীরা এবার অনেক বেশি উচ্ছ্বাস প্রকাশ করছে।

তিনি বলেন, পূজার্থীরা যেভাবে দেবীর কাছে সুখ সমৃদ্ধি কামনা করে আরাধনা করে, ঠিক একই রকম সাধারণ মানুষও এই পূজাকে উৎসব হিসেবে গ্রহণ করে। সেজন্য প্রশাসনের সহযোগিতায় সরকার সুষ্ঠুভাবে পূজা আয়োজন সুন্দর এবং সাবলীলভাবে সম্পন্ন করার লক্ষ্যে কাজ করছে।

আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নগরীর জে এম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনকালে উপদেষ্টা সাংবাদিকদের এসব কথা বলেন।

ফারুক-ই-আজম বলেন, আমাদেরকে জাতিগতভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে, পিছিয়ে যাওয়ার কোন সুযোগ নেই, তাই আগামীর শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, আইনশৃঙ্খলা, সামগ্রিক অর্থনীতিসহ যাবতীয় মৌলিক বিষয়গুলো যাতে সুন্দর হয়, সে লক্ষ্যে সরকার কাজ করছে। পূজা পরিমণ্ডলে যাতে সুষ্ঠু পরিবেশ বজায় থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে আমরা সবাই উৎসবমুখর পরিবেশে আমাদের নাগরিক দায়িত্ব পালন করবো। যাকে ইচ্ছে ভোট দিয়ে নাগরিক দায়িত্ব পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনের মাধ্যমে সামনে যে সরকার আসবে, সে সরকার যেনো আমাদের মনের সব চাওয়া পূরণ করতে পারে, সেজন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে অসাম্প্রদায়িক এবং সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে চাই।

এসময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পন কান্তি ব্যানার্জী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বাংলাদেশ সময়: ২৩:৪৯:৫০   ১৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
পাচারের জন্য গোপন আস্তানায় বন্দি ২১ জনকে উদ্ধার
মহেশখালীতে দেশীয় অস্ত্রসহ তিন সন্ত্রাসী আটক
সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত দেখ‌তে বাংলাদেশে আসতে হ‌বে: হাসনাত
সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে দেশকে এগিয়ে নিতে চাই: ফারুক-ই-আজম
দুর্গাপূজা উদযাপনে পূজার্থীদের এবার উচ্ছ্বাস বেশি : ফারুক-ই-আজম
খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় ৫ সদস্যের কমিটি গঠন: জেলা প্রশাসক
শারদীয় দুর্গোৎসব আমাদের শান্তি, ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক - সুপ্রদীপ চাকমা
আগামী জাতীয় নির্বাচন একদলদর্শী ও এক ব্যক্তিদর্শী হবে না: উপদেষ্টা ফারুক-ই-আজম
পাহাড়ি-বাঙালি ঐক্যবদ্ধ হয়ে শান্তি প্রতিষ্ঠার আহ্বান পার্বত্য উপদেষ্টার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ