পূজায় অন্য দেশ থেকে বাধা এলে মোকাবিলা করা হবে: উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » পূজায় অন্য দেশ থেকে বাধা এলে মোকাবিলা করা হবে: উপদেষ্টা
বুধবার, ১ অক্টোবর ২০২৫



পূজায় অন্য দেশ থেকে বাধা এলে মোকাবিলা করা হবে: উপদেষ্টা

শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে পূজা করতে পারে এবং তাদের ওপর যেন কোনও বাধা বা সমস্যার সৃষ্টি না হয় সে বিষয়ে সচেষ্ট রয়েছে সরকার।’

তিনি বলেন, ‘বিভিন্ন মাধ্যমে যেটা জানতে পারছিলাম, বিভিন্ন বাধা আসবে। অন্য দেশ থেকেও বাধা আসবে। আমরা সেটা মোকাবিলা করার জন্য প্রস্তুত। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের দৃঢ়তাকেও দেখছি। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্বে রয়েছেন তারা নিষ্ঠার সঙ্গে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ধর্মীয় উৎসবগুলো যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেজন্য ছাত্র-জনতা প্রশাসনকে সহযোগিতা করছে।’

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে মুন্সীগঞ্জ শহরের মালপাড়া শ্রী শ্রী জয়কালী মাতা মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ পুনরায় সচল হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের তিনি বলেন, ‘বিষয়টি আদালতের এখতিয়ার। আদালত যে সিদ্ধান্ত নেয় সেটা মেনে নেবো।’

এ সময় দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন ও মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার শামসুল আলম সরকার উপস্থিত ছিলেন।

পরে শহরের বাগমামুদালী পাড়া ও ইদ্রাকপুর লক্ষ্মী নারায়ণ জিউর মন্দিরের পূজা মণ্ডপ পরিদর্শন করেন তারা।

বাংলাদেশ সময়: ০:০৩:৩৬   ১৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
দেশে প্রতিটি বড় পরিবর্তনের পেছনে ছাত্র সমাজের ভূমিকা ছিল : গয়েশ্বর চন্দ্র রায়
বানৌজার প্যারেড গ্রাউন্ডে নবীন নাবিকদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ
৫ আগস্টের পর পরিবর্তনের সুযোগ হেলায় হারাতে চাই না: দেবপ্রিয় ভট্টাচার্য
কোনো দেশে জনগণ যদি শঙ্কায় বাস করে, সেটা চরম মানবধিকার লঙ্ঘন: সুলতানা কামাল
ভূমিকম্প সতর্কতায় সরকার প্রস্তুত, বিশেষজ্ঞদের লিখিত সুপারিশ চান প্রধান উপদেষ্টা
দেশে নারীর ক্ষমতায়নে জিয়া পরিবার যুগান্তকারী ভূমিকা রেখেছেন : সেলিমা রহমান
ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সকে সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
ডিসি-ইউএনও পাঠিয়ে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ কঠিন, প্রয়োজন রাজনৈতিক সরকার: অর্থ উপদেষ্টা
ডেভিড-সুরুজ্জামানের মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত ও দোয়া

News 2 Narayanganj News Archive

আর্কাইভ