![]()
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় টহল চলাকালে ইয়াবা এবং গাঁজাসহ তিন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল দল। আটককৃতদের বিরুদ্ধে মাদকের মামলা দায়ের করে বুধবার (১ অক্টোবর) সকালে জেল হাজতে সোপর্দ করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, মঙ্গলবার ( ৩০ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ক্যাপ্টেন অর্ণব কবির প্রাপনের নেতৃত্বে আইন-শৃঙ্খলা বাহিনী একটি টহল দল সরিষাবাড়ীর পোগলদিঘা ইউনিয়নের একুশের মোড় এলাকায় টহল দিচ্ছিল। টহল চলাকালীন সময়ে তিন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাদের তল্লাশি করা হয়। তল্লাশির পর তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং রাত ১০টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃত তিনজন হলেন- মোঃ রুবেল মিয়া, মোঃ হারুনুর রশিদ ও মোঃ জহুরুল ইসলাম (বাবু)। তারা সকলেই সরিষাবাড়ীর ডোয়াইল ইউনিয়নের হাশরা মাঝালিয়া গ্রামের বাসিন্দা।
পরে রাত ১২টার দিকে আটককৃত ব্যক্তি ও উদ্ধার হওয়া মাদকদ্রব্য সরিষাবাড়ী থানায় হস্তান্তর করা হয়। থানার পক্ষে ইন্সপেক্টর মোঃ ইকবাল হোসেন মালামাল বুঝে নেন।
থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল হাসান রাশেদ বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী তিনজন ব্যক্তিকে মাদকসহ আটক করে থানায় হস্তান্তর করেছেন। তাদের বিরুদ্ধে মাদকের মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় মাদক নির্মূলে টহল দলের এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।
বাংলাদেশ সময়: ১৩:৩৯:১৬ ১৫৪ বার পঠিত