সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, জুলাই সনদের আইনী ভিত্তি এবং আধিপত্যবাদ বিরোধী রাজনৈতিক বোঝাপড়া নিয়ে বাংলাদেশ খেলাফত আন্দোলন-এর সাথে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর এক গুরুত্বপূর্ণ মতবিনিময় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় বৈঠকটি রাজধানীর কামরাঙ্গীচর থানায় খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উভয় দলের শীর্ষ নেতৃবৃন্দ পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানবাধিকার রক্ষায় যেকোনো আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে একযোগে কাজ করার বিষয়ে ইতিবাচক আলোচনা করেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পক্ষ থেকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াঁজো প্রধান আরিফুল ইসলাম আদীবের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক ড. আতিক মুজাহিদ, যুগ্ম আহবায়ক মাওলানা আশরাফ উদ্দীন মাহদি এবং সংগঠক সানাউল্লাহ খান।
অন্যদিকে, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীর নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন দলটির মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী, নায়েবে আমির মাওলানা সাঈদুর রহমান, মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, শিক্ষা দীক্ষা সম্পাদক মুফতি ইলিয়াস মাদারীপুরী প্রমুখ।
বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতে উভয় দল ঐকমত্য পোষণ করে। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো— জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা, উচ্চকক্ষে পিআর (Proportional Representation) পদ্ধতি প্রবর্তন, জুলাই গণহত্যা ও শাপলা হত্যাকান্ডের দায়ে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম স্থগিত করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। এছাড়াও, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানবাধিকার রক্ষায় যেকোনো আধিপত্যের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার বিষয়ে দৃঢ় বোঝাপড়া তৈরি হয়।
বাংলাদেশ সময়: ১৬:০১:৩৩ ১৭ বার পঠিত