
ক্রিস্টাল প্যালেসের পর এবার চেলসির বিপক্ষেও হারলো লিভারপুল। ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান তরুণ এস্তোভাওয়ের শেষ সময়ের গোলে শীর্ষস্থানও হারাল অলরেডরা। ওয়েস্ট হ্যামের বিপক্ষে জয় তুলে তাদের জায়গা দখলে নিলো আর্সেনাল।
ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার (৪ অক্টোবর) চেলসির বিপক্ষে লিভারপুলের ২-১ হারের দিনে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে গানাররা।
গত সপ্তাহেও আর্সেনালের তুলনায় ৫ পয়েন্ট ব্যবধানে এগিয়ে ছিল লিভারপুল। তবে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে গত ২৭ সেপ্টেম্বর ২-১ ব্যবধানে হারার পর গতকাল চেলসির বিপক্ষেও হারে তাদের পেছনে ফেলল আর্সেনাল। অন্যদিকে ওয়েস্ট হ্যামের আগের ম্যাচে নিউক্যাসলকে ২-১ ব্যবধানে হারিয়েছিল গানাররা।
ফলে টেবিলের শীর্ষে থেকে আন্তর্জাতিক বিরতিতে যাওয়া হলো না অলরেডদের। চেলসির বিপক্ষে তাদের পারফরম্যান্সও ছিল হতাশাজনক। পুরো ম্যাচে বল দখলে একটু এগিয়ে থাকা চেলসি গোলের জন্য ১২টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে ৬টি। অন্যদিকে ১২ শটের মাত্র ২টি ছিল লক্ষ্যে রাখে আর্না স্লটের শিষ্যরা।
ম্যাচের ১৪তম মিনিটেই এগিয়ে যায় চেলসি। মাঝমাঠে মালো গিস্তোর পাস ধরে এগিয়ে যান মইসেস কাইসেদো। লিভারপুলের খেলোয়াড়রা বুঝে ওঠার আগেই বক্সের বাইরে থেকে জোরালো শটে জাল কাঁপান তিনি।
প্রথমার্ধে নিষ্প্রভ থাকা লিভারপুল বিরতির পর গা ঝাড়া দিয়ে ওঠে। ৬৩তম মিনিটে সমতায় ফেরে তারা। ডান দিকের বাইলাইনের কাছ থেকে দমিনিক সোবোসলাইয়ের ক্রসে ফ্লিক করেন ইসাক আর ছয় গজ বক্সের ভেতর থেকে বল জালে পাঠান কোডি গাকপো। বাকি সময়ে দুই দলের সামনেই সুযোগ আসছিল একের পর এক, কিন্তু ফিনিশিংয়ে ব্যর্থতায় গোলের দেখা আর মিলছিল না। শেষমেশ যোগ করা সময়ের পঞ্চম মিনিটে সফল হয় চেলসি। বক্সের ভেতর বাঁ দিক থেকে পাস দেন মার্ক কুকুরেয়া, ছুটে গিয়ে দূরের পোস্টে স্লাইডে জালে পাঠান ৭৫তম মিনিটে মাঠে নামা এস্তেভাও। তাতে বাঁধভাঙা উল্লাসে মাতে স্টামফোর্ড ব্রিজ। হতাশা নিয়ে মাঠ ছাড়ে সালাহ-ইসাকরা।
অন্যদিকে আর্সেনালের হয়ে কোচ মিকেল আর্তেতার ৩০০তম ম্যাচে দারুণ জয় উপহার দেন শিষ্যরা। আসরে পঞ্চম জয়ের পথে ৬৫ শতাংশের বেশি সময় বল দখলে রেখে ২১টি শট নেয় আর্সেনাল, যার ৫টি লক্ষ্যে রাখতে পারে তারা।
৩৮তম মিনিটে দলকে প্রথম সাফল্যটি এনে দেন ডেকলান রাইস। এজের শট গোলরক্ষক ফেরানোর পর বল চলে যায় ডি-বক্সেই অরক্ষিত রাইসের পায়ে। জোরালো শটে দলকে এগিয়ে নেন এই ইংলিশ মিডফিল্ডার। এরপর ৬৭তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন বুকায়ো সাকা। ডি-বক্সে ঢুকেই ইউরিয়েন টিম্বার ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় আর্সেনাল। বাকি সময়ে উল্লেখযোগ্য আর কোনো আক্রমণ শাণাতে পারেনি দুদল। তাতে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে গানার শিবির।
এই জয়ে সাত ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলের শীর্ষে উঠেছে আর্সনাল। ছয় ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে লিভারপুল।
বাংলাদেশ সময়: ১৬:০৪:১৫ ৬৬ বার পঠিত