
জামালপুর প্রতিনিধি : বয়স প্রায় ৪০ ছুঁই ছুঁই, কিন্তু জীবনের গত ২০টি বছর কেটেছে বিছানায় শুয়ে। পঞ্চম শ্রেণীতে পড়ার সময় যে বাতের রোগ শরীরে বাসা বেঁধেছিল, সুদীর্ঘ চিকিৎসাতেও তার কোনো উন্নতি হয়নি। বরং দিনের পর দিন সেই রোগেই পঙ্গু হয়ে যায় জামালপুরে মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা পূর্বপাড়ার মেয়ে বিউটি বেগম। হাঁটাচলা সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে তিনি সম্পূর্ণভাবে শয্যাশয়ী।
পরিবার সূত্র জানায়,বিউটির বাবা আর নেই। ঢাকায় নিজেদের সংসার নিয়ে থাকেন দুই ভাই। সেই দুই ভাই কোনোমতে বৃদ্ধা মা আর বোনের দু’জনের ডাল-ভাত খাওয়ার টাকাটুকু যোগান দেন। তবে এই সামান্য আয়ে তাদের জীবন চলে না। বিউটির জন্মদাত্রী বৃদ্ধা মা এই মুহূর্তে তার একমাত্র সঙ্গী। মা ও মেয়ের এই কঠিন জীবন সংগ্রামে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ঔষধের খরচ।
বিউটির প্রতি মাসে প্রায় সাড়ে ৩ হাজার টাকার ঔষধ প্রয়োজন হয়। এই ঔষধগুলি নিয়মিত না খেলে তিনি বাকশক্তিও হারানোর ঝুঁকিতে থাকেন। সীমিত সামর্থ্যের দুই ভাই-এর পক্ষে এই বিপুল অঙ্কের ঔষধের খরচ যোগানো কার্যত অসম্ভব হয়ে উঠেছে। একপ্রকার হিমসিম খাচ্ছেন তারা।
এতদিন সম্মানের ভয়ে নিরবে কষ্ট সহ্য করলেও, জীবন বাঁচানোর তাগিদে আজ বিউটি নিরবতা ভেঙেছেন। তিনি তার দুর্দশার কথা তুলে ধরেছেন এবং মাদারগঞ্জ, জামালপুর সহ দেশের সকল সহৃদয় দেশবাসী ও প্রবাসী ভাইদের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন।
আসুন, আমরা সকলে মিলে এই অসহায় বোনটির পাশে দাঁড়াই এবং তাকে এই কঠিন সংগ্রাম থেকে কিছুটা মুক্তি দিই। আপনার একটি ছোট সাহায্যও বিউটির জীবনধারণের জন্য অপরিহার্য ঔষধের খরচ যোগাতে বিশাল ভূমিকা রাখতে পারে।
বিউটির সাথে যোগাযোগের জন্য মোবাইল নম্বর: ০১৬২২-২২০৫৮১।
বাংলাদেশ সময়: ২৩:০১:৩৭ ১৫৪ বার পঠিত