সততা ও নৈতিকতার জাদুতেই দূর হবে দুর্নীতি : ভূমি সচিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » সততা ও নৈতিকতার জাদুতেই দূর হবে দুর্নীতি : ভূমি সচিব
বুধবার, ৮ অক্টোবর ২০২৫



সততা ও নৈতিকতার জাদুতেই দূর হবে দুর্নীতি : ভূমি সচিব

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, সরকারি ক্রয়ের ক্ষেত্রে সততা ও নৈতিকতার জাদুতেই দূর হবে দুর্নীতি। তিনি বলেন, সরকারি ক্রয় ব্যবস্থাপনা শুধু একটি প্রশাসনিক কাজ নয়, এটি সুশাসন, স্বচ্ছতা এবং জনগণের আস্থা অর্জনের মূল চাবিকাঠি।

আজ বুধবার ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘সরকারী ক্রয় ব্যবস্থাপনা (পিপিআর-২০২৫)’ শীর্ষক লানিং সেশনে মুখ্য আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রশিক্ষক হিসেবে ছিলেন সাবেক সচিব ও জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক নির্বাহী চেয়ারম্যান মো. ফারুক হোসেন।

ভূমি সিনিয়র সচিব বলেন, আমরা যদি নিয়ম-নীতি মেনে, প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে ক্রয় কার্যক্রম সম্পাদন করতে পারি, তবে উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, মানসম্মত ও টেকসইভাবে বাস্তবায়ন সম্ভব হবে। সরকারি প্রশাসনের কার্যক্রমকে গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার ক্ষেত্রে ক্রয় ব্যবস্থাপনা একটি প্রধান ভূমিকা পালন করে।

তিনি বলেন, সরকার ই-জিপি চালু করে সরকারি ক্রয়ে এক যুগান্তকারী পরিবর্তন এনেছে। দরপত্র আহ্বান থেকে শুরু করে মূল্যায়ন ও চুক্তি সম্পাদন পর্যন্ত সব কিছুই অনলাইন প্ল্যাটফর্মে হচ্ছে। এর ফলে সময়, ব্যয় এবং অনিয়ম সবকিছুই উল্লেখযোগ্যহারে কমে এসেছে। তবে প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি আমাদের প্রয়োজন নৈতিকতা, দক্ষতা এবং সততার সমন্বয়। কারণ, নীতিগত দুর্বলতা থাকলে কোনো সিস্টেমই শতভাগ কার্যকর হতে পারে না।

ভূমি মন্ত্রণালয় এক মাত্র মন্ত্রণালয় যারা সর্ব প্রথম এই ‘সরকারী ক্রয় ব্যবস্থাপনা (পিপিআর-২০২৫) শীর্ষক লানিং’ সেশনের আয়োজন করেছে উল্লেখ করে সাবেক সচিব ও সাবেক নির্বাহী চেয়ারম্যান জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তপক্ষ ও প্রশিক্ষক মো. ফারুক হোসেন বলেন, পিপিআর-২০২৫ এর মূল পরিবর্তন ও বৈশিষ্ট্য হচ্ছে যে ই-জিপি বাধ্যতামূলক, অভ্যন্তরীণ ক্রয়ের ১০ শতাংশ প্লাস-মাইনাস বিধি বাতিল, প্রকৃত উপকারভোগীর তথ্য প্রকাশ, টেকসই ক্রয়, কৌশলগত পরিকল্পনা বাধ্যতামূলক, ভৌত সেবাকে স্বতন্ত্র ক্যাটাগরি, ফ্রেমওয়ার্ক চুক্তি ও দর-নেগোসিয়েশন সম্প্রসারণ, ডিবারমেন্ট বোর্ড, সম্পদ বিপর্যয় প্রক্রিয়া স্পষ্টীকরণ।

লার্নিং সেশনে উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ জে এম সালাউদ্দীন নাগরি, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এর মহাপরিচালক মো. সাইদুর রহমানসহ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিববৃন্দ ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।

বাংলাদেশ সময়: ১৭:৩৪:৫৯   ১৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
গণযোগাযোগ অধিদপ্তরের নতুন মহাপরিচালক আবদুল জলিল
জামালপুরে চাঁদা না পেয়ে ২৯ দিন ধরে মাদ্রাসা বন্ধ, স্থানীয় যুবকের বিরুদ্ধে অভিযোগ
বিএনপির নাম বিক্রি করে এমপি হতে চাইলে ছাড় দেওয়া হবে না: টিপু
রাজনীতিতে আসছি সেবা করতে, ব্যবসা করতে না: মাসুদুজ্জামান
মাঠ থাকা সত্ত্বেও শিশুরা এখন ফোন নিয়ে পড়ে থাকে: ডিসি
আশা জাগিয়েও দ. আফ্রিকার কাছে হারলো বাংলাদেশ
ইসরায়েল থেকে মুক্তি পেল ১ হাজার ৯৬৮ ফিলিস্তিনি, ‘মাইলফলক’ বলল হামাস
পিআর পদ্ধতিতে নির্বাচন হলে চাঁদাবাজদের জায়গা থাকবে না : গোলাম পরওয়ার
কিশোরীর পণ ‘‘পার করেছি আঠারো, পেরিয়ে যাব পাহাড়ও’’

News 2 Narayanganj News Archive

আর্কাইভ