বুধবার, ৮ অক্টোবর ২০২৫

ত্যাগীদেরই মূল্যায়ন করা হবে: অ্যাডভোকেট টিপু

প্রথম পাতা » ছবি গ্যালারী » ত্যাগীদেরই মূল্যায়ন করা হবে: অ্যাডভোকেট টিপু
বুধবার, ৮ অক্টোবর ২০২৫



ত্যাগীদেরই মূল্যায়ন করা হবে: অ্যাডভোকেট টিপু

“১৬ বছর যারা নির্যাতিত হয়েছেন, দলের জন্য জীবন বাজি রেখে কাজ করেছেন তাদেরই আমরা মূল্যায়ন করব”- এমন মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৩টায় বন্দর উপজেলার পুরান বন্দর চৌধুরী নূপুর কমিউনিটি সেন্টারে বন্দর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক কর্মীসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ মহানগর ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

কর্মীসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রীয় কাঠামো মেরামতের লক্ষ্যে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন এবং লিফলেট বিতরণের উদ্যোগ নেওয়া হয়। এতে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও ঐক্যের বার্তা পৌঁছে যায়।

অ্যাডভোকেট টিপু বলেন, “৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যারা নির্যাতিত হয়েছেন, দলের জন্য জীবন বাজি রেখে কাজ করেছেন তাদেরই আমরা মূল্যায়ন করব। যারা শহীদ হয়েছেন, তাদেরও সর্বোচ্চ মর্যাদায় স্মরণ করা হবে। আজকের দিনে অনেক হাইব্রিড নেতার উত্থান হয়েছে, কিন্তু আমাদের কাছে এক হাজার হাইব্রিড নয়, একজন ত্যাগী নেতাই যথেষ্ট।”

তিনি আরও বলেন, “সাখাওয়াত সাহেব কিংবা আমি জীবিত থাকা অবস্থায় কোনো হাইব্রিড নেতা গুরুত্ব পাবে না। আমাদের মূল্যায়ন পাবে শুধু তারা, যারা হাসিনার স্বৈরাচারী শাসনের সময় গুলির ভয় না করে আন্দোলনের মাঠে থেকেছেন এবং জেল-হাজত উপেক্ষা করেছেন। সেই ত্যাগী নেতাকর্মীরাই আমাদের শক্তি।”

কর্মসূচির পর বন্দর পুরান এলাকা থেকে রেললাইন পর্যন্ত বিএনপি’র ৩১ দফা কর্মসূচি ও ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ পরিচালনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহমেদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসুদ রানা।

উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটন, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন শিশির, মহানগর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির মল্লিক, জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মামুন, বন্দর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবুল হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন রাজিব, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল প্রধানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।

বাংলাদেশ সময়: ২২:২৪:০৮   ৬১ বার পঠিত