বুধবার, ৮ অক্টোবর ২০২৫

বাংলাদেশ ও ফ্রান্সের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারে দৃঢ় প্রতিশ্রুতি

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশ ও ফ্রান্সের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারে দৃঢ় প্রতিশ্রুতি
বুধবার, ৮ অক্টোবর ২০২৫



বাংলাদেশ ও ফ্রান্সের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারে দৃঢ় প্রতিশ্রুতি

ঢাকায় নবনিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে বাংলাদেশ ও ফ্রান্সের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারে দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তিনি বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে এ সহযোগিতা বাড়ানোর কথা উল্লেখ করেন ।

এক বার্তায় জানানো হয়, রাষ্ট্রদূত সেরে-শারলে আজ বুধবার বাংলাদেশে কর্মরত ফরাসি ব্যবসায়ী নেতাদের একটি দলের সঙ্গে প্রাতঃরাশ বৈঠক করেন। এ সময় তিনি বাংলাদেশের দ্রুত বিকাশমান অর্থনীতিতে ফরাসি ব্যবসার ক্রমবর্ধমান সম্ভাবনার ওপর গুরুত্ব তুলে ধরেন।

নবনিযুক্ত রাষ্ট্রদূত তার প্রথম সফরে ঢাকায় ফরাসি সাংস্কৃতিক প্রতিষ্ঠান আলিয়ঁস ফ্রঁসেজ পরিদর্শন করেন। এই প্রতিষ্ঠান গত ৬৫ বছর ধরে দুই দেশের বন্ধুত্বের সেতুবন্ধন হিসেবে কাজ করছে।

পরিদর্শনের সময় রাষ্ট্রদূত ফরাসি ভাষা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন, প্রাণবন্ত আর্ট গ্যালারি ঘুরে দেখেন এবং আলিয়ঁস ফ্রঁসেজের কর্মীদের সঙ্গে কথা বলেন। তিনি আন্ত সাংস্কৃতিক বোঝাপড়া ও সৃজনশীলতা বিকাশে তাদের অবদানের প্রশংসা করেন।

বাংলাদেশ সময়: ২২:৩৪:০৭   ১৯৬ বার পঠিত