
জামালপুর প্রতিনিধি : জামালপুর জেলা বিএনপির সভাপতি এবং জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সম্ভাব্য ধানের শীষের মনোনয়ন পদপ্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীম দৃঢ়ভাবে জানিয়েছেন যে আগামী জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়া নিয়ে তাঁর মনে কোনো সন্দেহ বা সংশয় নেই।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের দোলভটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ওয়ার্ড বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আত্মবিশ্বাসের কথা জানান।
শামীম তালুকদার বলেন, “আমি ব্যক্তিগতভাবে বিএনপির একজন কর্মী। আমার সামান্যতম সন্দেহ নাই যে আগামী দিনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পাব না। আপনারা কী ভাবছেন জানি না, তবে আমার কোনো সংশয় নাই।”
তিনি কর্মীসভায় উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশে আরও বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না।
ডোয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ দুলাল মিয়া-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মী সভার কার্যক্রম পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোর্শেদুল আলম মোর্শেদ। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রবীর কুমার তারক পাল এবং ডোয়াইল ইউনিয়ন ছাত্র দলের যুগ্ম সম্পাদক আশিক মিয়া।
কর্মী সমাবেশে ডোয়াইল ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০:৪২:৪৬ ৩৯ বার পঠিত