গাছ ছাড়াই কলার ছড়ি, উৎসুক জনতার ভিড়

প্রথম পাতা » ছবি গ্যালারী » গাছ ছাড়াই কলার ছড়ি, উৎসুক জনতার ভিড়
শনিবার, ১১ অক্টোবর ২০২৫



গাছ ছাড়াই কলার ছড়ি, উৎসুক জনতার ভিড়

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকা টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের বালাসুতি গ্রামে পূর্ণাঙ্গ গাছ ছাড়াই মাটির নিচ থেকে একটি কলার ছড়ি বের হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই বিরল ও অলৌকিক দৃশ্য দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে উৎসুক জনতা ভিড় জমাচ্ছেন আলাউদ্দিনের বাড়িতে। অনেকেই রোগ মুক্তির আশায় কলার ছড়ি ধুয়ে সেই পানি সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বালাসুতি গ্রামের আলাউদ্দিনের বাড়ির আঙ্গিনায় প্রায় দুই বছর আগে কলার বাগান ছিল। সম্প্রতি তিনি কলার গাছগুলো কেটে সেখানে বিভিন্ন ধরনের ফলজ গাছ রোপণ করেন। কিন্তু সম্প্রতি আলাউদ্দিন ও তার পরিবারের সদস্যরা দেখতে পান, মাটির নিচ থেকে একটি কলার ছড়ি বের হয়েছে, অথচ তার কোনো পূর্ণাঙ্গ কাণ্ড বা গাছ নেই। ছড়িটি মাটি ভেদ করে উঠে এসেছে এবং তাতে কলার মোচা ও কলার গুটি ধরেছে। বর্তমানে কলার গুটিগুলো পূর্ণাঙ্গ কলায় রূপ নিয়েছে।

এই সংবাদ এলাকায় ছড়িয়ে পড়ায় দেখতে আসছেন এবং অনেকেই বিষয়টিকে প্রকৃতির এক অলৌকিক লীলা মনে করছেন। দৃশ্যটি দেখতে আশপাশের গ্রাম এবং বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ আলাউদ্দিনের বাড়িতে আসছেন। কেউ কেউ কলার ছড়িটিকে পবিত্র মনে করে রোগ মুক্তির আশায় ছড়িটি ধুয়ে সেই পানি বোতলে ভরে নিয়ে যাচ্ছেন।

স্থানীয়রা জানান, গাছ কেটে ফেলার পরেও মাটির কন্দ থেকে কলার মোচা বের হওয়া একটি বিরল ঘটনা, যা সাধারণ চোখে দেখা যায় না।

এঘটনায় কৃষি কর্মকর্তারা বলছেন, কলার মূল কাণ্ডটি মাটির নিচে কন্দ আকারে জীবিত ছিল। অনুকূল পরিবেশ পাওয়ায় এবং মাটির উপরিভাগের গাছ কাটা সত্ত্বেও কন্দটি থেকে নতুন করে কলার মোচা বেরিয়ে আসতে পারে। তবে এমন দৃশ্য সত্যিই দুর্লভ।

বর্তমানে আলাউদ্দিনের বাড়ি যেন এক তীর্থস্থানে পরিণত হয়েছে। এই অলৌকিক কলার ছড়ি দেখতে আসা জনতার ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে পরিবারটিকে।

বাংলাদেশ সময়: ১৬:০৭:৪১   ৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার - ত্রাণ উপদেষ্টা
মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে অন্যতম প্রতিবন্ধকতা অজ্ঞতা - শিক্ষা উপদেষ্টা
নারায়ণগঞ্জে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
জার্মানদের আক্রমণের ঝড়ে উড়ে গেলো লুক্সেমবার্গ
সেফ এক্সিট নয়, নির্বাচন দিয়ে দায়িত্ব হস্তান্তর করতে চাচ্ছি: ধর্ম উপদেষ্টা
এলপিজি সিলিন্ডার ১ হাজার টাকার মধ্যে হওয়া উচিত : জ্বালানি উপদেষ্টা
আজারবাইজানকে হারিয়ে বিশ্বকাপে এক পা ফ্রান্সের
ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার কষ্টার্জিত জয়
ষড়যন্ত্রকারীরা এখনো দেশে-বিদেশে তৎপর : দুদু
আইনের শাসন কাকে বলে, নির্বাচনের মাধ্যমে দেখাতে চাই : সিইসি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ