
দেশের জনপ্রিয় ব্যান্ড পেন্টাগন ৩২ বছর পূর্ণ করল আজ। ১৩ অক্টোবর সোমবার মাইলফলক স্পর্শ করতে পেরেছে ব্যান্ডটি। এ উপলক্ষে পেন্টাগন সদস্যরা একক কনসার্টের পাশাপাশি ইপি এক্সটেন্ডেড প্লে অ্যালবাম প্রকাশের ঘোষণা দিয়েছে।
আগামী ১৭ অক্টোবর রাজধানীর তেজগাঁওয়ের ইয়ামাহা ফ্লাগশিপ সেন্টারে অনুষ্ঠিত হবে একক কনসার্টটি। ‘ওয়ান ট্রু সাউন্ড’ শিরোনামে এ আয়োজনে পেন্টাগন শোনাবে তাদের জনপ্রিয় এবং কিছু আনকোরা গান। পাশাপাশি বিশ্বনন্দিত কয়েকজন শিল্পীর কিছু কালজয়ী গানের পরিবেশনাও তুলে ধরার পরিকল্পনা রয়েছে তাদের। কনসার্টটি শুরু হবে ১৭ অক্টোবর সন্ধ্যা ৭টা থেকে। তার এক ঘণ্টা আগে দর্শকের জন্য খুলে দেয়া হবে ভেন্যুর দরজা।
এ আয়োজন নিয়ে ব্যান্ডের দলনেতা ও কণ্ঠশিল্পী আলি সুমন বলেন, ‘ইয়ামাহা’ আয়োজিত ‘ওয়ান ট্রু সাউন্ড’ শুধু একক কনসার্ট নয়, একই সঙ্গে এটি পেন্টাগনের ৩২ পূর্তি উদযাপনের অংশ। এদিন ভক্তদের সঙ্গে দীর্ঘ সংগীত সফরের আনন্দটা গানে গানে শেয়ার করতে চাই। কারণ গানের সূত্র ধরে ভক্ত-শ্রোতাদের সঙ্গে গড়ে উঠেছে ভালোবাসার সম্পর্ক। যে ভালোবাসার দাবি পূরণে এখনও দল বেঁধে গান করে যাচ্ছি আমরা।
৩২ বছরের সংগীত সফর নিয়ে সুমন আরও বলেন, ‘সৃষ্টির নেশায় মেতে ওঠা কিছু মানুষের মেলবন্ধন থেকে গড়ে উঠে একেকটি ব্যান্ড। তবু প্রতিটি মানুষই ভিন্ন চিন্তাধারার। ব্যক্তিজীবনের অধ্যায়গুলো আলাদা। যেজন্য কয়েকজন মানুষ মিলে একটি ব্যান্ডকে দিয়ে দীর্ঘ পথ পাড়ি দেওয়া সহজ নয়। তাই এই দীর্ঘ সফরে বেশ কিছু ব্যান্ড মেম্বার পেন্টাগন ছেড়ে চলে গেছে, আবার কেউ কেউ ফিরেও এসেছেন। তবে বিভিন্ন সময় লাইনআপ বদল হলেও পথচলা থেমে থাকেনি। অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে সংগীতযাত্রা অব্যাহত রেখেছে পেন্টাগন। যার সুবাদে পেয়েছে অসংখ্য সংগীতপ্রেমীর ভালোবাসা। আর সেই ভালোবাসার দায় থেকে ব্যান্ডের নিজস্বয়তা ধরে রেখে এখনও গান করে যাচ্ছি আমরা।’
গানের ভুবনে পথচলা তিন দশক পেরিয়ে গেলেও পেন্টাগনের অ্যালবাম প্রকাশ পেয়েছে মাত্র দুটি। তাই অ্যালবাম খরা কাটাতে এবং ৩২ বছর পূর্তি উদযাপনে একটি ইপি অ্যালবাম প্রকাশের ঘোষণা দিয়েছে পেন্টাগন সদস্যরা। তারা জানান, এর মধ্যে ব্যান্ডের দুই সদস্য ইয়ানি কানাডায় এবং ফয়সাল তাঁর আরেক ব্যান্ড আর্টসেলের সঙ্গে আস্ট্রেলিয়া সফরে যাচ্ছে। তারা দুজন বিদেশ সফর শেষে দেশে এলেই শুরু হবে অ্যালবামের কাজ। বছরের শেষ প্রান্তে পেন্টাগনের তৃতীয় অ্যালবামটি প্রকাশ করা হবে।
প্রসঙ্গত, ২০০২ সালে প্রকাশ পায় এই ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘সেই আমি’। যার বেশ কিছু গান শ্রোতাদের মনোযোগ কেড়েছে। এরপর দ্বিতীয় অ্যালবাম ‘এইট ও’ক্লক’ আসে সাত বছরের বিরতি শেষে। প্রথম অ্যালবামের মতো দ্বিতীয় অ্যালবামের গানগুলোতেও পেন্টাগন রেখেছে নিজস্বয়তার ছাপ, যা অনেকে পছন্দ করেছেন।
বাংলাদেশ সময়: ১৭:১৫:২৬ ২১ বার পঠিত