প্রতীক তালিকায় শাপলা না থাকায় এনসিপিকে বরাদ্দ দেওয়া যায়নি : ইসি সচিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রতীক তালিকায় শাপলা না থাকায় এনসিপিকে বরাদ্দ দেওয়া যায়নি : ইসি সচিব
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫



প্রতীক তালিকায় শাপলা না থাকায় এনসিপিকে বরাদ্দ দেওয়া যায়নি : ইসি সচিব

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক চাইলেও তালিকায় না থাকায় তা বরাদ্দ দেওয়া যায়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, ১৯ অক্টোবরের মধ্যে দলটিকে তালিকা থেকে প্রতীক বাছাই করে জানানোর জন্য বলা হয়েছে। এ সময়ের মধ্যে না জানালে ইসি স্বীয় পদ্ধতিতে দলটিকে প্রতীক বরাদ্দ দেবে বলেও তিনি জানান।

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব কথা জানান ইসির সিনিয়র সচিব।

তিনি বলেন, ‘শাপলা প্রতীকের বিষয়ে ইসির অবস্থান একই। যেহেতু নির্বাচন পরিচালনা বিধিমালায় এটা নাই। অর্থাৎ দেওয়ার সুযোগ নাই। আমরা ওনাদেরকে (এনসিপি) একটা চিঠি দিয়েছি যে, আগামী ১৯ তারিখের মধ্যে বিকল্প চাহিত প্রতীক জানাবেন। ১৯ অক্টোবরের মধ্যে যদি না জানান, তাহলে নিজ বিবেচনায় নির্বাচন কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’

দু’টি দলের বাইরে আরো ১২টি দলের নিবন্ধনের তথ্য পুনঃযাচাই চলছে বলে জানিয়ে আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, ‘কেন্দ্রীয় ও মাঠ পযায়ে তথ্য অনুসন্ধান চলছে। আগামী সপ্তাহে এসব দলের মধ্যে কোনটি নিবন্ধন পাচ্ছে তা চূড়ান্ত করা হবে।’

রাজনৈতিক দলের নিবন্ধনের ব্যাপারে তিনি বলেন, ‘আমরা ১২টি রাজনৈতিক দলের ব্যাপারে অতিরিক্ত তথ্যানুসন্ধান করার জন্য মাঠ পর্যায়ে আমাদের কর্মকর্তাদের নিয়োগ করেছি। কিছু তথ্য মাঠ পর্যায় থেকেও নিতে হচ্ছে। সচিবালয় এবং মাঠ পর্যায় দু’টি মিলিয়ে এই তথ্যা অনুসন্ধান করা হচ্ছে। আশা করছি, আগামী সপ্তাহে এর একটা সমাধানে আসতে পারবো এবং অবস্থান ক্লিয়ার করবো।

সচিব বলেন, আমরা অংশীজনদের সঙ্গে বিভিন্ন পর্যায়ে আলোচনা করেছি। আলোচনা চলমান আছে। আগামী ২০ অক্টোবর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যে সমস্ত সংস্থা জড়িত যেমন- সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী এবং অন্যান্য যারা আছেন তাদেরকে কমিশন সচিবালয় আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের সঙ্গে আমরা আলোচনা করবো আগামী অক্টোবর। পাশাপাশি প্রবাসী ভোটারদের কাজের অগ্রগতি আছে। এ সংক্রান্ত অ্যাপ ডেভেলপমেন্টের কাজ অক্টোবরের শেষ সপ্তাহ থেকে নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধন করতে পারবো।

তিনি বলেন, বেশ কিছু প্রস্তুতির পর্ব সম্পন্ন করেছি। আরো কিছু প্রস্তুতি চলমান রয়েছে। প্রস্তুতি একটা চলমান প্রক্রিয়া, এবং নির্বাচন হবে নির্বাচন পরবর্তীতে আরেকটা নির্বাচনের প্রস্তুতি হবে স্থানীয় সরকার পর্যায়ের। কাজেই এটি চলমান প্রক্রিয়া।

বাংলাদেশ সময়: ১৬:৩৪:৪৭   ২০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফতুল্লায় খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া
একনেকে নাসিকের ১৭’শ কোটি টাকার প্রকল্প অনুমোদন
নির্বাচিত সরকারের পক্ষে চলমান সংস্কার হজম করা কঠিন হতে পারে : পরিকল্পনা উপদেষ্টা
নির্বাচিত সরকারের পক্ষে চলমান সংস্কার হজম করা কঠিন হতে পারে : পরিকল্পনা উপদেষ্টা
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ষাট গম্বুজ মসজিদে দোয়া মাহফিল
খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও ঐক্যের অনুপ্রেরণা : গয়েশ্বর
হাটহাজারীতে ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে পাকিস্তান উচ্চশিক্ষা কমিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ
একনেকে অনুমোদন পেল ১৮ প্রকল্প, ব্যয় ১৬ হাজার ৩২ কোটি ৭৭ লাখ টাকা
১০ জনের চেলসিকেও হারাতে পারল না আর্সেনাল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ