জনগণকে দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে: ডিসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » জনগণকে দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে: ডিসি
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫



জনগণকে দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে: ডিসি

নারায়ণগঞ্জে “গ্রীণ অ্যান্ড ক্লিন” কর্মসূচির আওতায় পেশাদার গাড়িচালক, সুপারভাইজার, কন্ডাক্টর ও হেলপারদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বিআরটিএ’র যৌথ আয়োজনে জেলা পরিষদ কার্যালয়ের সেমিনার কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, “জীবনের ঝুঁকি নিয়ে কখনও গাড়ি চালাবেন না, কারণ প্রতিটি মানুষের জীবন মূল্যবান। আমাদের সম্পদ জনগণ, জনগণকে দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। আমি প্রত্যাশা করি, একসময় পরিবহন সেক্টর ঘুরে দাঁড়াবে ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বাংলাদেশে সবকিছুতেই সুন্দর পরিবেশ নিশ্চিত হবে।”

তিনি আরও বলেন, “পৃথিবী অনেক পরিবর্তন হয়েছে। প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে হবে। নিজেকে পরিবর্তন করতে হবে এবং ভালো হতে হবে। সমস্যার বাইরে কেউ নেই। এর মধ্যেই নিয়ম-শৃঙ্খলার মধ্যে থাকতে হবে।”

প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন। এসময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান, জেলা বিআরটিএ সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মো. মাহবুবুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর (অ্যাডমিন) শেখ মো. আবদুল করিম, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. রওশন আলী সরকার, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম হোসেন ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন প্রমুখ।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ৯৪ জন চালক ও সহযোগীকে নির্দিষ্ট পোশাক, সনদপত্র এবং মালিক সমিতির পক্ষ থেকে নিয়োগপত্র প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:৩৩:৩০   ১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সোনারগাঁয়ে এক যুবতীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
‘যারা অরাজকতা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’
জনগণকে দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে: ডিসি
ভোট দিলে জান্নাত, এটি ধর্ম নিয়ে প্রতারণা - জামায়াতকে রিজভী
জাতীয় সরকার গঠিত হলে বাংলাদেশ হবে স্থিতিশীল ও উন্নত রাষ্ট্র : নুর
বাংলাদেশকে ২৯৪ রানের টার্গেট দিল আফগানিস্তান
আশা জাগিয়েও হতাশার ড্র বাংলাদেশের
চলতি ডিসেম্বরেই পার্বত্য চট্টগ্রামে ই-লার্নিং স্কুল চালু করা হবে - পার্বত্য উপদেষ্টা
আগামীর স্বপ্নপূরণে মাদরাসার শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে - ধর্ম উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ