ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক ঠেকাতে রাঙ্গামাটিতে হরতালের ঘোষণা

প্রথম পাতা » চট্টগ্রাম » ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক ঠেকাতে রাঙ্গামাটিতে হরতালের ঘোষণা
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫



ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক ঠেকাতে রাঙ্গামাটিতে হরতালের ঘোষণা

তিন পার্বত্য জেলায় বায়ান্ন ভাগ বাঙালিদের বঞ্চিত করে ফ্যাসিস্ট সরকারের আমলে গঠিত পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের কোন বৈঠক রাঙ্গামাটিতে করতে দেয়া যাবে না। এবং আগামী ১৯ অক্টোবর তাদের বৈঠক প্রত্যাহারসহ আট দফা বাস্তবায়নের দাবিতে রাঙ্গামাটিতে দিনব্যাপী বিক্ষোভ, অবরোধ ও হরতাল কর্মসূচির ঘোষণা দিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় রাঙ্গামাটি শহরের এক রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করেন পিসিসিপি রাঙ্গামাটি জেলা সভাপতি মোঃ তাজুল ইসলাম তাজ।

নেতৃবৃন্দরা বলেন, পার্বত্য অঞ্চলের বৃহৎ স্বার্থে আট দফা দেয়া হয়েছে। আমরা কোন হট্টগোল চাই না। দাবি মেনে নিলে আমাদের কর্মসূচি প্রত্যাহার করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পিসিসিপি জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশাররফ হোসেন, পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের সভাপতি মো. নূর হোসেন, পিসিএনপি জেলা সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবিরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তাজুল ইসলাম বলেন, বিতর্কিত ভূমি কমিশনের বৈঠক প্রতিহত করতে এবং আট দফা দাবি বাস্তবায়নের দাবিতে আমরা রাঙ্গামাটি শহরে অবরোধ ও বিক্ষোভ পালন করবো।

পিসিসিপি’র দাবিগুলোর মধ্যে রয়েছে— ভূমি কমিশনে জাতিগোষ্ঠীভিত্তিক সমান প্রতিনিধিত্ব নিশ্চিত করা, ভূমি জরিপ সম্পন্নের পর কার্যক্রম শুরু, ২০১৬ সালের সংশোধনী আইনের সাংঘর্ষিক ধারা বাতিল, কমিশনের ক্ষমতা ২০০১ সালের আইনে ফেরানোসহ অন্যান্য দাবি।

বাংলাদেশ সময়: ১৫:৫৯:২৪   ১৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ই-পারিবারিক আদালত বিচারপ্রার্থীদের দুর্ভোগ কমাবে : সচিব লিয়াকত আলী
মান খারাপ হলে ওই ঠিকাদারকে আর কাজ দেওয়া হবে না: উপদেষ্টা ফাওজুল
ধানের শীষে ভোট দিন, দেশে শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে : মিন্টু
সড়কের চাপ কমাতে ২০ শতাংশ পরিবহন রেল ও নৌপথে নিয়ে আসতে হবে : ফাওজুল কবির
না ফেরার দেশে চাঁদপুরের বরেণ্য সংগীত শিক্ষা গুরু স্বপন সেনগুপ্ত
তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে দেশে ফিরবেন তারেক রহমান: মিন্টু
ব্যাটিং বিপর্যয়ে আইরিশদের কাছে বড় হারের লজ্জা
কুমিল্লায় ৯ দিনব্যাপী বইমেলা শুরু আগামীকাল
আমরা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করি না : এ্যানি
রাঙ্গামাটিতে পিআইবির ৩ দিনব্যাপী ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ