গ্রহণযোগ্য ও মানসম্মত তথ্য তুলে ধরার আহ্বান ডিসির

প্রথম পাতা » ছবি গ্যালারী » গ্রহণযোগ্য ও মানসম্মত তথ্য তুলে ধরার আহ্বান ডিসির
সোমবার, ২০ অক্টোবর ২০২৫



গ্রহণযোগ্য ও মানসম্মত তথ্য তুলে ধরার আহ্বান ডিসির

‘ড্রাইভিং চেঞ্জ উইথ কোয়ালিটি স্ট্যাটিসটিকস অ্যান্ড ডাটা ফর এভরিওয়ান’ প্রতিপাদ্যকে সামনে রেখে, সঠিক তথ্য ও উপাত্তের গুরুত্ব এবং জাতীয় উন্নয়নে পরিসংখ্যানের ভূমিকা তুলে ধরতে নারায়ণগঞ্জে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন করা হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা পরিসংখ্যান অফিসের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “মানসম্মত তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একসময় বলা হতো ‘নলেজ ইজ পাওয়ার’, এখন বলা হয় ‘ইনফরমেশন ইজ পাওয়ার’। তবে এই তথ্য অবশ্যই হতে হবে গ্রহণযোগ্য ও মানসম্মত।”

তিনি আরও বলেন, “তথ্য মানসম্মত না হলে সমাজে ও রাষ্ট্রে জটিলতা তৈরি হয়। উন্নয়ন প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়নেও সমস্যা দেখা দেয়। আমাদের প্রত্যাশা, যারা তথ্য নিয়ে কাজ করেন তারা যেন সমাজের বাস্তব চিত্র তুলে ধরেন, যাতে তা হয় আস্থার ও নির্ভরযোগ্যতার প্রতীক।”

নারায়ণগঞ্জ জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক (ভারপ্রাপ্ত) সাঈদ আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলমগীর হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) দেবযানী করসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২২:৫৫:০১   ৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা কলেজে মিছিল-সমাবেশ
সন্ত্রাস দিয়ে জনসমর্থন দমন করা যাবে না: এ. কে. আজাদ
জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না : গোলাম পরওয়ার
শ্রীলঙ্কার কাছে ৭ রানের হৃদয় ভাঙা হার মেয়েদের
‘জুলাইযোদ্ধা’দের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক
গ্রহণযোগ্য ও মানসম্মত তথ্য তুলে ধরার আহ্বান ডিসির
ডিসিকে আদর্শ শিক্ষক ফেডারেশনের স্মারকলিপি
‘নেতৃত্বের জন্য প্রতিযোগিতা থাকবে, কিন্তু দলের জন্য থাকবে ঐক্য’
অস্বচ্ছল নাগরিকদের টিসিবির পণ্য প্রাপ্তি নিশ্চিত করতে হবে: চসিক মেয়র

News 2 Narayanganj News Archive

আর্কাইভ