কোনো কোনো রাজনৈতিক দল চেষ্টা করছে নির্বাচন যেন সঠিক সময় না হয়: মির্জা ফখরুল

প্রথম পাতা » ছবি গ্যালারী » কোনো কোনো রাজনৈতিক দল চেষ্টা করছে নির্বাচন যেন সঠিক সময় না হয়: মির্জা ফখরুল
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫



কোনো কোনো রাজনৈতিক দল চেষ্টা করছে নির্বাচন যেন সঠিক সময় না হয়: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা এখন একটা সময় পার করছি, যে সময়টাতে আমাদের ১৫ বছরের একটা ফ্যাসিস্ট দানবের পাল্লায় পড়ে গোটা বাংলাদেশ তছনছ হয়ে গিয়েছিল। কিছু নেই, না আছে অর্থনীতি, না আছে রাজনীতি।

তিনি বলেন, কোনো দলকে তো দোষারোপ করতে চাই না, কোনো ব্যক্তিকে দোষারোপ করতে চাই না। কিন্তু হতাশার সাথে লক্ষ্য করছি, কোনো কোনো রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায়, নির্বাচন যেন সঠিক সময় না হয় তার চেষ্টা করছে, এটা ঠিক হচ্ছে না। এখন দরকার অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার। কারণ দেশের অর্থনীতি, রাজনীতি, শিক্ষা- সবকিছু নির্ভর করছে আগামীতে একটি নির্বাচিত সরকার এই ব্যবস্থাকে সামনে নিয়ে আসবে।

বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে “মহাকালের মহানায়ক ‘শহীদ জিয়া’ গ্রন্থের মোড়ক উন্মোচন” অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন।

বিখ্যাত অর্থনীতিবিদ অমর্ত্য সেনের কথা তুলে ধরে তিনি বলেন, উনি বলেছিলেন ‘বাংলাদেশে ৭৪-এর দুর্ভিক্ষ মানুষের তৈরি অর্থাৎ আওয়ামী লীগ সরকারের কারণে সেটি হয়েছে।’

এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার পদক্ষেপগুলো তুলে ধরেন। কৃষি, শিল্পকারখানা, বিদেশে শ্রমিক পাঠানোর পদক্ষেপের কথা তুলে ধরেন।

সংস্কার প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, বিএনপির জন্মই সংস্কারের মধ্য দিয়ে। এদেশে যত ভালো কাজ হয়েছে, সব বিএনপির হাত ধরেই।

বর্তমান সরকারের সংস্কারের কার্যক্রমের কথা বলে তিনি বলেন, সংস্কারের মাধ্যমে আমাদের পরিবর্তন আনা দরকার ছিল।

তিনি বলেন, ‘ইউটিউব ও সোশাল মিডিয়ায় বিএনপিকে নিয়ে নানা কথা হয়। ভিলেন বানাতে চায়। তাদের বলি, ফ্যাসিস্ট আওয়ামী শহীদ প্রেসিডেন্ট জিয়ার নাম মুছে বলার চেষ্টা করেছিল, মাজার পর্যন্ত তুলে নিয়ে যাবে, তার নাম পর্যন্ত থাকবে না। কিন্তু সত্যিকার অর্থে ক্ষণজন্মা, আল্লাহ যাকে পাঠিয়েছেন মানুষের কল্যাণের জন্য, তাকে কি এত সহজেই ছুড়ে ফেলা যায়? না।’

মির্জা ফখরুল বলেন, তারেক রহমান স্বাধীনতার পতাকা, দেশের মানুষের অধিকারের পতাকা, গণতন্ত্রের পতাকা, উন্নয়নের পতাকা হাত উঁচু করে তুলে ধরেছেন। আমরা উনার নেতৃত্বে নিশ্চয়ই বাংলাদেশের গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করব এবং গণতন্ত্রকে আরো উজ্জীবিত করব। অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ করব, ইনশাআল্লাহ।

বাংলাদেশ সময়: ১৬:৫১:৫৪   ৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আগামী নির্বাচন শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ
প্রতিপক্ষকে নিয়ে ছেলেখেলা করে জিতলো চেলসি, লিভারপুল ও বায়ার্ন
এখন একটি দল জুলাই সনদে স্বাক্ষর করার সুযোগ খুঁজছে : সালাহউদ্দিন
কোনো কোনো রাজনৈতিক দল চেষ্টা করছে নির্বাচন যেন সঠিক সময় না হয়: মির্জা ফখরুল
জয়পুরহাটে বিএনসিসির সপ্তাহব্যাপী ক্যাম্পিং শুরু
ঝালকাঠিতে আনসারদের মৌলিক প্রশিক্ষণ শুরু
যশোরে পানি সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
ফেনী শহর যানজট মুক্ত করতে মতবিনিময় সভা
১ কোটি ৭০ লাখ শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হয়েছে
ইসরায়েল আমেরিকার আশ্রিত রাজ্য নয়: নেতানিয়াহু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ