ইআবির অধীনে সারা দেশে ফাজিল (পাস) পরীক্ষা শুরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইআবির অধীনে সারা দেশে ফাজিল (পাস) পরীক্ষা শুরু
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫



ইআবির অধীনে সারা দেশে ফাজিল (পাস) পরীক্ষা শুরু

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) অধিভুক্ত সারা দেশের মাদরাসাগুলোর তিন বছর মেয়াদি ফাজিল (পাস) স্নাতক-২০২৪ সালের পরীক্ষা শুরু হয়েছে।

আজ শনিবার পরীক্ষার প্রথম দিন দুপুর ২টায় ঢাকা সরকারি আলিয়া মাদরাসা কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম। এ সময় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী তার সঙ্গে উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে ভাইস চ্যান্সেলর বলেন, খুবই সুশৃঙ্খল, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে পরীক্ষা হচ্ছে।
কেউ কোনো রকম অসদুপায় যাতে করতে না পারে আমরা বিভিন্ন কেন্দ্রের দিকে নজর রাখছি।

তিনি আরো বলেন, মাদরাসা শিক্ষা আগামীর দেশ গঠনের নেতৃত্ব তৈরি করছে, দেশের অধিকাংশ মানুষের প্রাণের সাথে সম্পৃক্ত মাদরাসা শিক্ষা ব্যবস্থা। এর মান উন্নয়ন ও আধুনিকায়নে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে। নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে পরীক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন ভাইস চ্যান্সেলর।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী জানান, এবারের পরীক্ষায় সারা দেশের মোট ৩৩০টি কেন্দ্রে প্রায় ১ লাখ ১৭ হাজার ৬২৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।

তিনি বলেন, ‘পরীক্ষার সুষ্ঠু ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে সারাদেশের সব পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র নিরাপত্তা, তদারকি টিম ও মনিটরিং ব্যবস্থাসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

শনিবার (২৫ অক্টোবর) থেকে ফাজিল স্নাতক (পাস) ১ম, ২য় ও ৩য় বর্ষ পরীক্ষা-২০২৪ শুরু হয়েছে। প্রতিদিন দুপুর ১টা ৩০ মিনিটে পরীক্ষা শুরু হয়ে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত এ পরীক্ষা চলবে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম সিলেটের শাহজালাল দারুস সুন্নাত ইয়াকুবিয়া কামিল মাদরাসা কেন্দ্র এবং প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদরাসা কেন্দ্র পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৭:০৪:৩৫   ২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


হাসিনা এখন ইসকনকে ব্যবহার করতে চায় : রাশেদ প্রধান
মাদকমুক্ত সমাজ গঠন আমাদের নতুন অঙ্গীকার: এ্যানি
বাহাত্তরের সংবিধানের অধীনে কোনো নির্বাচন নয়: মামুনুল হক
ক্ষমতায় গেলে সাম্প্রদায়িক বৈচিত্র্য ধারণ করেই সম্প্রীতি গড়ে তুলবো: হাসনাত
জুলাইযোদ্ধারা চাঁদাবাজি করলে আমাদের কষ্ট লাগে : রেজাউল করিম
ইআবির অধীনে সারা দেশে ফাজিল (পাস) পরীক্ষা শুরু
সরকার জুলাই সনদের আলোকে রাষ্ট্র সংস্কারে অঙ্গীকারবদ্ধ : আদিলুর
সংঘাতের জন্য সবাই মুখিয়ে আছে: তথ্য উপদেষ্টা
জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ড্রাফট দেখাতে অপারগতা জানিয়েছে কমিশন : এনসিপি
শিক্ষা-স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে হবে : ক্যাব সভাপতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ