খুনের পর লাশ পুঁতে রেখে গাছ লাগিয়ে দেন মইনুল, অতঃপর…

প্রথম পাতা » ছবি গ্যালারী » খুনের পর লাশ পুঁতে রেখে গাছ লাগিয়ে দেন মইনুল, অতঃপর…
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫



খুনের পর লাশ পুঁতে রেখে গাছ লাগিয়ে দেন মইনুল, অতঃপর…

রংপুরের কাউনিয়া উপজেলার চাঞ্চল্যকর মোবারক আলী হত্যা মামলার হোতা মইনুল ইসলাম ওরফে মমিনুলকে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে র‌্যাব-১৫ ও র‌্যাব-১৩-এর যৌথ দল তাকে গ্রেপ্তার করে। পরে মঙ্গলবার (২৮ অক্টোবর) এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার মো. মইনুল ইসলাম ওরফে মমিনুল কাউনিয়া বিশ্বনাথ এলাকার কোমল বৈরাগী ওরফে ফকিরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক আ. ম. ফারুক বলেন, গত ২৫ অক্টোবর রাতে মোবারক আলী কাউনিয়া থানার শাহিন বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনে বাড়ি ফেরার পথে মইনুল ইসলামের আবাদি জমির পাশ দিয়ে যাচ্ছিলেন। জমিসংক্রান্ত বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে ওত পেতে থাকা মইনুল ধারালো দা দিয়ে মোবারক আলীকে কুপিয়ে হত্যা করেন। পরে হত্যার বিষয়টি গোপন রাখতে মইনুল নিজ বাড়ির রান্নাঘরের পেছনে গর্ত খুঁড়ে লাশ মাটিচাপা দেন এবং তার ওপর নতুন গাছ লাগিয়ে দেন।

তিনি আরও বলেন, মোবারক আলী বাড়ি না ফেরায় পরিবার অনেক খোঁজাখুঁজির পর কাউনিয়া থানায় নিখোঁজসংক্রান্ত একটি জিডি করেন। পরবর্তীতে মইনুলের বাড়ির পেছনে নতুন আলগা মাটি থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়দের উপস্থিতিতে পুলিশ মাটি খুঁড়ে মোবারক আলীর লাশ উদ্ধার করে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং হত্যার পর ঘাতক মইনুল আত্মগোপনে চলে যান। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে কাউনিয়া থানায় হত্যা মামলা করেন।

র‌্যাবের এই সহকারী পরিচালক বলেন, পরে র‌্যাব-১৩-এর তদন্ত দল জানতে পারে, হত্যাকাণ্ডের মূলহোতা মইনুল ইসলাম তার নিজ জেলা ছেড়ে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আত্মগোপনে আছে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে সোমবার দুপুরে র‌্যাব রোহিঙ্গা ক্যাম্প-৪, মধুরছড়া, ব্লক-ই/২ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

তিনি বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৫৯:২২   ৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সম্মান নিয়ে রিজেক্ট করাটাই সাহসিকতা : মিষ্টি জান্নাত
জনগণের আকাঙক্ষার বিপরীতে দাঁড়ালে হিতে বিপরীত হবে : নাহিদ
নভেম্বরে গণভোট আয়োজনসহ ইসিতে ১৮ দফা সুপারিশ জামায়াতের
খুনের পর লাশ পুঁতে রেখে গাছ লাগিয়ে দেন মইনুল, অতঃপর…
নতুন রাজনৈতিক দল বিইউপি’র আনুষ্ঠানিক আত্মপ্রকাশ
কেনিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যুর শঙ্কা
রাতে অন্ধ্রপ্রদেশ অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড় ‘মোন্থা’
বিএনপি মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক
নির্বাচিত প্রতিনিধিরা গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখবেন: অধ্যাপক আলী রীয়াজ
জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ