
নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেছেন, “নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে আইনশৃঙ্খলাসহ সার্বিক প্রস্তুতি নিয়ে আমরা কাজ করছি। সামনের দিনগুলোতে আপনাদের সহযোগিতা চাই, যেন একটি সুন্দর ও শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ উপহার দিতে পারি।”
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল ৪টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার বলেন, “নারায়ণগঞ্জে বর্তমানে ছিনতাই, মাদক ও যানজট- এই তিনটি প্রধান সমস্যা। আমি নতুন দায়িত্বে যোগ দিয়েছি, ফলে কিছু ক্ষেত্রে গুছিয়ে উঠতে সময় লাগছে। নির্বাচনী কার্যক্রম, কেন্দ্র পরিদর্শনসহ নানা দায়িত্ব একসঙ্গে সামলাতে হচ্ছে। তবে এই তিনটি সমস্যার সমাধানে কাজ করতে পারলেই নির্বাচনের প্রস্তুতিও অনেকটাই সম্পন্ন হবে।”
তিনি আরও বলেন, “আমাদের জেলায় মোট ১ হাজার ৯৬৯ জন পুলিশ সদস্য রয়েছে। এর মধ্যে অসুস্থতা, ছুটি, অফিস ডিউটি ও প্রটোকল দায়িত্বসহ নানা কারণে সবাই মাঠে থাকা সম্ভব হয় না। তারপরও আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। কতটুকু পারবো, তা কাজে প্রমাণ হবে। ইনশাআল্লাহ, আন্তরিকতার কোনো ঘাটতি থাকবে না।”
ছিনতাই প্রসঙ্গে এসপি বলেন, “ছিনতাই একটি বড় সমস্যায় পরিণত হয়েছে। আমরা পরিকল্পিতভাবে এই শহরের নিরাপত্তা চাহিদা পূরণের চেষ্টা করছি। নির্বাচনকে কেন্দ্র করে নিয়মিত অভিযান চলছে। বিভিন্ন চেকপোস্টে গাড়ি তল্লাশি করা হচ্ছে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে জোর দেওয়া হয়েছে।”
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মাসুদ, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, চ্যানেল ২৪-এর স্টাফ রিপোর্টার আহসান সাদিক শাওন, প্রথম আলোর জেলা প্রতিনিধি মজিবুল হক পলাশসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
বাংলাদেশ সময়: ২২:৩১:৩৭ ৮ বার পঠিত