মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

খুলনায় দুর্ঘটনা রোধ ও যানজট কমাতে সচেতনতামূলক র‌্যালি

প্রথম পাতা » খুলনা » খুলনায় দুর্ঘটনা রোধ ও যানজট কমাতে সচেতনতামূলক র‌্যালি
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫



খুলনায় দুর্ঘটনা রোধ ও যানজট কমাতে সচেতনতামূলক র‌্যালি

সড়ক দুর্ঘটনা রোধ ও যানজট নিরসনে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) আজ মঙ্গলবার সকালে শহরের জিরো পয়েন্ট থেকে একটি বর্ণাঢ্য ট্রাফিক সচেতনতামূলক র‌্যালির আয়োজন করে।

র‌্যালিতে বিপুলসংখ্যক ইজিবাইক চালক অংশগ্রহণ করে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক ও প্রটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ।

সমাবেশ শুরুর আগে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলাম ইজিবাইক চালকদের শপথ বাক্য পাঠ করান। তিনি স্কুল-কলেজের পাশে সাবধানে গাড়ি চালানো, চালকের পাশে যাত্রী বহন এড়িয়ে চলা, চৌরাস্তা অবরোধ না করা এবং ক্লান্ত অবস্থায় যানবাহন না চালানো ও যাত্রী তোলার জন্য এলোমেলোভাবে না থামার আহ্বান জানান।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, মোড়ে ও ব্যস্ত রাস্তায় অবৈধ পার্কিং শহরের যানজটের অন্যতম কারণ।

তিনি চালকদের রাস্তায় প্রতিযোগিতা না করার, পুরো রাস্তা দখল না করার এবং র‌্যালিতে প্রদর্শিত প্ল্যাকার্ডে উল্লিখিত ট্রাফিক নিয়ম কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২৩:৩৩:৪১   ৮১ বার পঠিত