ফতুল্লায় ইজিবাইক চালক মমিনুর হত্যায় প্রিন্স মামুন গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় ইজিবাইক চালক মমিনুর হত্যায় প্রিন্স মামুন গ্রেপ্তার
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫



ফতুল্লায় ইজিবাইক চালক মমিনুর হত্যায় প্রিন্স মামুন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় ইজিবাইক চালক মো. মমিনুর (৩০)-কে পিটিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনার মূলহোতা মামুন ওরফে প্রিন্স মামুন (২৮)-কে ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টা ৫০ মিনিটে ফতুল্লার মাসদাইর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার প্রিন্স মামুন (২৮), পটুয়াখালীর রাঙ্গাবালি থানার কমাল মজুমদারের ছেলে।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গত ২৮ অক্টোবর (মঙ্গলবার) বিকেলে ফতুল্লার পঞ্চবটি এলাকায় মো. মমিনুরকে পিটিয়ে হত্যা করা হয়। নিহত মমিনুর হক (২৮) পরিবারসহ উত্তর নরসিংপুরে হারুন মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তিনি পেশায় ব্যাটারি চালিত অটোরিকশা (ইজিবাইক) চালক ছিলেন।

ঘটনার দিন সকাল ৮টার দিকে তিনি অটো চালাতে মাসদাইর রিপন মিয়ার গ্যারেজে যান। দুপুরে গ্যারেজে অটো চার্জে দিয়ে অপর চালক মো. সবুজ (২১)-এর সঙ্গে পঞ্চবটি মোড়ের চায়না প্রজেক্ট এলাকায় যান। সেখানে পূর্বশত্রুতার জেরে মামুন সহ কয়েকজন তাদের ডেকে নেয় পঞ্চবটি প্রধান পাম্পের পশ্চিম পাশের একটি চিপা গলিতে।

সেখানে দেশীয় অস্ত্রশস্ত্র হাতে আসামিরা দুজনকে ভয় দেখিয়ে টাকা দাবি করে। টাকা দিতে রাজি না হওয়ায় তারা মারধর ও হত্যার হুমকি দেয়। একপর্যায়ে মামুন ও তার সহযোগীরা দুজনকে পিটিয়ে গুরুতর জখম করে।

পরে মমিনুর কোনো মতে গ্যারেজে ফিরে আসলে অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা তাকে বাসায় নেওয়ার পথে উত্তর নরসিংপুর স্কুলের সামনে অটোরিকশার মধ্যেই তিনি মারা যান। স্থানীয় একটি ফার্মেসিতে নেওয়া হলে চিকিৎসক জানান, মমিনুর মৃত।

পরে নিহতের পিতা জালাল উদ্দীন (৬৪) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এরপর র‍্যাব-১১ সদর কোম্পানির একটি চৌকস দল দ্রুত অভিযান চালিয়ে মূলহোতা মামুন হেপ্রিন্সকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানায়, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:০৮:৪৪   ৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জে পুলিশের উপর হামলা, গ্রেপ্তার ৭
নতুন অধ্যাদেশে জাতীয় মানবাধিকার কমিশনের অনুমোদন
ফতুল্লায় ইজিবাইক চালক মমিনুর হত্যায় প্রিন্স মামুন গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে যুবদলের মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচি
শিশুদের স্বাস্থ্যবিধি, প্রজনন স্বাস্থ্য ও আত্মসচেতনতা সম্পর্কে শেখানো জরুরি : পরিবেশ উপদেষ্টা
সোনারগাঁয়ে কাভার্ডভ্যান চাপায় যুবকের মৃত্যু
যারা ফেব্রুয়ারির নির্বাচন চায় না, তারা জনগণের বিরোধী শক্তি : এম এ মালিক
নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে ডিজিটাল ডিসপ্লে স্থাপন
গণভোট ও ঐকমত্য কমিশনের প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা : আসিফ নজরুল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ